নিউইয়র্ক স্টেটের মিলিয়নায়াররা ক্রমাগত এই স্টেট ছেড়ে অন্য স্টেটে চলে যাচ্ছেন। কেবলমাত্র ২০২১ সালে নিউইয়র্ক ছেড়ে চলে যাওয়া মিলিয়নায়ারের সংখ্যা ছিল ৮০,০০০। ২০২০ সালে প্যান্ডেমিকের সময় ছিল ৭০,০০০ জন মিলিয়নায়ার ট্যাক্সপেয়ার। নিউইয়র্ক টাইমস এই তথ্যটি দিয়েছে বৃহস্পতিবার। তারা আইআরএস এর সূত্রে প্রাপ্ত খবরে বলছে, নিউইয়র্ক থেকে অধিকাংশ মিলিয়নায়ার ট্যাক্স পেয়ার মুভ করেছে নিউজার্সিতে। পক্ষান্তরে ৪০,০০০ নিউজার্সির রেসিডেন্ট মুভ করে এসেছে নিউইয়র্কে। নিউইয়র্ক থেকে যারা অন্য স্টেটে মুভ করছেন তাদের বয়স ৪৫ থেকে ৬৪ বছর। তবে ফ্লোরিডায় যারা গেছেন তাদের বয়স ৬৫ থেকে ৮৪ বছর।
যেসব মিলিয়নায়ার নিউইয়র্ক ছেড়েছেন তাদের বার্ষিক আয় ৫ মিলিয়ন ডলার থেকে ২৫ মিলিয়ন ডলার।
নিউইয়র্ক টাইমস বলছে, মিলিয়নায়াররা নিউইয়র্ক ছাড়লেও তাতে মিলিয়নায়ারদের সংখ্যা কমছে না। বরং বেড়ে চলেছে। কারণ নিউইয়র্ক সিটির ব্যবসা অন্য স্টেটের তুলনায় অত্যন্ত লাভজনক।