বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

নিউইয়র্কের বাঙালি কমিউনিটিকে মাতালেন জেমস

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
নিউইয়র্কের বাঙালি কমিউনিটিকে নাচে গানে মাতিয়ে গেলেন নগর বাউল খ্যাত সঙ্গীত তারকা জেমস। গত রবিবার (৪ জুন) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার আমাজুরা হলে এই আসর বসে। দেড় হাজার আসনের সেই হল ছিলো কানায় কানায় পূর্ণ।

টিকিট কিনেও অনেকেই ছিলেন বাইরে দাঁড়িয়ে। আবার অনেকেই টিকিট কিনতে এসেও পাননি।

রাত পৌনে ৯টা নাগাদ মঞ্চে উঠলেন জেমস। আর শুরু থেকেই মাতিয়ে রাখলেন গোটা মঞ্চ হল আর তার আশপাশ। জেমস মানেই একটা অন্যরকম ক্রেজ। তার পুরোটাই দেখা গেলো দর্শকদের মাঝে।

আয়োজনের নামও ছিলো ‘নগরবাউল জেমস লাইভ ইন কনসার্ট’। আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক।

শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানিয়েছেন, কেবল নিউইয়র্ক নয় আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও এই কনসার্টে দর্শক এসেছেন।

আয়োজকরা বলছিলেন প্রায় ৫ বছর পর যুক্তরাষ্ট্র সফর করলেন জেমস। এর আগে ২০১৮ সালে নিউইয়র্ক মাতিয়েছিলেন এই নগর বাউল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com