টিকিট কিনেও অনেকেই ছিলেন বাইরে দাঁড়িয়ে। আবার অনেকেই টিকিট কিনতে এসেও পাননি।
রাত পৌনে ৯টা নাগাদ মঞ্চে উঠলেন জেমস। আর শুরু থেকেই মাতিয়ে রাখলেন গোটা মঞ্চ হল আর তার আশপাশ। জেমস মানেই একটা অন্যরকম ক্রেজ। তার পুরোটাই দেখা গেলো দর্শকদের মাঝে।
আয়োজনের নামও ছিলো ‘নগরবাউল জেমস লাইভ ইন কনসার্ট’। আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক।
শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানিয়েছেন, কেবল নিউইয়র্ক নয় আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও এই কনসার্টে দর্শক এসেছেন।
আয়োজকরা বলছিলেন প্রায় ৫ বছর পর যুক্তরাষ্ট্র সফর করলেন জেমস। এর আগে ২০১৮ সালে নিউইয়র্ক মাতিয়েছিলেন এই নগর বাউল।