যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যাকসন হাইটস খুব পরিচিত একটি জায়গা। প্রবাসী বাঙালিদের প্রাণের আড্ডার জায়গা। আর জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ৩৭ এভিনিউ হচ্ছে এর মূল কেন্দ্রবিন্দু। আর এই ৭৩ স্ট্রিটকে ‘বাংলাদেশ স্ট্রিট’ হিসেবে নামকরণ করেছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘বাংলাদেশ স্ট্রিট’ নামফলক উম্মোচন করেন জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট এলাকার নব-নির্বাচিত সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান।
নামফলক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের কংগ্রেসওমেন গ্রেস মেং, অ্যাসেম্বলি ওম্যান ক্যাটালিনা ক্রুজ, স্টিভেন রাঘাব, কাউন্সিল মেম্বার জেসিকা গঞ্জালেজ-রোজাস, অ্যাসেম্বলি ম্যান স্টিভেন রাগা, কাউন্সিল মেম্বার লিন্ডা লিসহ শত শত প্রবাসী বাংলাদেশি।
এদিকে একই সময় কমিউনিটির বিশিষ্ট একটিভিস্ট, শিক্ষক ও লেখক লিজি রহমানের পুত্রের নামে এলমহার্স্টের কুইন্স বুলোভার্ডে ৫৫ রোডের কর্ণারে নামকরণ করা হলো আসিফ রহমান ওয়ে। আসিফ রহমান ২০০৮ সালে ২৮ ফেব্রুয়ারি সাইকেল চালিয়ে কাজ থেকে বাড়ি ফেরার পথে কুইন্স বুলোভার্ডে ৫৫ রোডের কাছে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এই রাস্তাটিরও নামকরণের উদ্যোগ নেন কাউন্সিলম্যান শেকার কৃষ্ণান।
প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি কাউন্সিলম্যানদের সাধারণ সভায় ‘বাংলাদেশ স্ট্রিট’ নামকরণের সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
পরে তা ৪৭-০ ভোটে পাশ হয়। তখন থেকে জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউয়ের ৭৩ স্ট্রিটের নামকরণ করা হয় ‘বাংলাদেশ স্ট্রিট’। বিলটির সিদ্ধান্ত নম্বর হলো- আইএনটি ৮৯৭।