সম্পূর্ণ বিনামূল্য আন্তর্জাতিক নারী শিক্ষার্থীদের চার বছর মেয়াদি স্নাতক প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের নারী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৪।
কোটজেন স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে তাদের স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন। সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, আবাসন ব্যবস্থা এবং ৩ হাজার ডলার উপবৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৬০ হাজার ৪২৭ টাকা।
যুক্তরাষ্ট্রে ১৮৯৯ সালে সিমন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি পোশাক প্রস্তুতকারক জন সিমন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ২০১৮ সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়। বিশ্ববিদ্যালয়টি ফেনওয়ে-কেনমোর আশেপাশের মোট ১২ একর জায়গা নিয়ে গঠিত এবং দুটি ক্যাম্পাসে বিভক্ত—যার একটিতে পাঁচটি একাডেমিক ভবন এবং অন্যটিতে নয়টি জর্জিয়ান-শৈলীর আবাসিক ভবন রয়েছে।
সুযোগ-সুবিধা—
*শিক্ষার্থীদের সব খরচ প্রদান করে;
*৩ হাজার ডলারের উপবৃত্তি (প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা) প্রদান করে;
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করে;
*বিনামূল্যে একটি রুম সুবিধা প্রদান করে;
আবেদনের যোগ্যতা—
*উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;
*মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে (ন্যূনতম ৩.৫ সিজিপিএ ধরে রাখতে হবে);
*আইইএলটিএস ও টোয়েফল স্কোর জমা দিতে হবে;
আবেদনের যোগ্যতা—
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৪;
সুযোগ-সুবিধা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।