সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

নর্থ আমেরিকা ফ্যাস্টিভ্যাল এ যেন হাজারো বাংলাদেশির মিলনমেলা

  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩

যুক্তরাষ্ট্রের মিশিগানের মধ্যে সবচেয়ে বড় শহর ডেট্রয়েট সিটি। শুধু তাই নয়, এই সিটিতে নিউইয়র্কের পর সবচেয়ে বেশি বাঙালির বসবাস। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি স্টেট মিশিগান। বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে এই অঙ্গরাজ্যেই হয়ে গেলো তিন দিনব্যাপী এক মেলা। যার আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা।

২৮, ২৯ ও ৩০ জুলাই এই তিনদিন জেইন পার্কে হয়ে গেলো এই মেলা। এতে অংশ নেন হাজারো প্রবাসী। উৎসবমুখর পরিবেশে মেলা যেন পরিণত হয়েছিল বাংলাদেশিদের এক মিলনমেলা। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত ছিল দর্শনার্থীদের ভিড়। কেনাকাটা, ঐতিহ্যবাহী খাবার, আর সেই সঙ্গে ছিল সাংস্কৃতিক আয়োজন। তবে মেলায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমসের পরিবেশনা। নগরবাউল খ্যাত এই শিল্পীর গান শুনতে পাশের স্টেট এবং কানাডা থেকেও শ্রোতা ও তার ভক্তরা ছুটে আসেন মিশিগানে ।

Fair-1.jpg

‘নর্থ আমেরিকা বাংলাদেশি ফ্যাস্টিভ্যাল’ যুক্তরাষ্ট্রে দুই যুগ ধরে হয়ে আসছে। তবে এবারের ২২তম মেলার আয়োজন নিয়ে ছিল বেশ আগ্রহ। মেলায় ছিল অন্তত শতাধিক স্টল। এরমধ্যে রেস্টুরেন্ট, স্ন্যাকবার, কুটির শিল্প, প্রসাধনী ও পোশাকসহ নানা পণ্যের স্টল ছিল।

আয়োজকদের ধারণা, টানা তিনদিনের মেলায় সব মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিলো। মেলায় অংশ নিতে পেরে ও দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পেরে আনন্দিত স্টল মালিকরা।

Fair-1.jpg

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ

মেলায় মূল স্পন্সর ছিলেন এস এন এস হোম লোনের কো ফাউন্ডার নাসির সবুজ। তিনি বলেন, আমি ব্যবসা করি কমিউনিটি কেন্দ্রিক। এই কমিউনিটি আমাকে সাফল্য দিয়েছে। আর আমার গ্রাহকদেরও কিছু রিটার্ন দিতে চেয়েছি। আমি নিজেও জেমসের ভক্ত।

এদিকে ২৮ জুলাই বেলুন উড়িয়ে মেলার প্রথম দিন উদ্বোধন করা হয়। এরপর থেকেই জমে ওঠে মেলা । আর দ্বিতীয় দিন মেলার পাশাপাশি ছিল লোকাল শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। এ অনুষ্ঠানে দর্শক মাতান নিউ ইয়ার্ক থেকে আসা শিল্পী রিয়া ও প্রেমা।

এরপর তৃতীয় তথা শেষ দিনের আয়োজন ছিল আরও জমকালো। এদিন রকস্টার জেমসের গানের পাশাপাশি ছিল বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিনের পারফরমেন্স। পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন দুই সঞ্চালক শারমিন সিরাজ সোনিয়া এবং রিচি সোলায়মান।

Fair-1.jpg

টাইটেল স্পন্সর নাসির সবুজ, কো ফাউন্ডার এস এন এস হোম লোন

এই প্রথম জেমসের কনসার্ট উন্মুক্ত জায়গায় হওয়ায় পাশের স্টেট এবং কানাডা থেকেও শ্রোতা ও জেমস ভক্তরা ছুটে আসে মিশিগানে। এদিন পুরো সন্ধ্যাজুড়ে বাংলা টাউনের জেইন ফিল্ড মাঠটি যেন পরিণত হয়েছিল বাঙালির ঢেউয়ের সমুদ্রে। এত মানুষের সামনে পারফর্ম করতে পেরে উচ্ছ্বসিত জেমস। একে একে তিনি ১৩টি গান গেয়ে শোনান। এসময় জেমস বারবার তার দর্শকের উদ্দেশে বলতে থাকেন ‘লাভ ইউ মিশিগান’।

এই পুরো অনুষ্ঠানের চিফ গেস্ট ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য।

Fair-1.jpg

মেলার পুরো আয়োজনকে সফল করে তুলতে সার্বিক সহযোগিতায় ছিলেন সাকের উদ্দিন সাদেক, সৈয়দ রায়হান, আকিকুল হক, শামীম, দেলোয়ার আনসার ও এজাজুল ইসলাম নাইম।

মেলা উপলক্ষে র‌্যাফেল ড্রয়ের উপহার হিসেবে ছিল একটি গাড়ি। আরও ছিল মিশিগানের ডেট্রয়েট টু ঢাকা বিমান টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com