নরওয়ের বিশ্বখ্যাত কনস্ট্রাকশন প্রতিষ্ঠান স্নোহেটা এই প্রকল্প বাস্তবায়ন করছে। যারা অসলো অপেরা হাউস, টুইন টাওয়ার ধ্বংস স্থলে নির্মিত ন্যাশনাল ১১ সেপ্টেম্বর, মেমরিয়াল মিউজিয়াম, নিউইর্য়কের মতো টাইম স্কয়ার নির্মান করেছে।
রেস্টেুরেন্টের ভেতরে মোট আয়তন ৫০০ বর্গ মিটার। যেখানে এক সঙ্গে ১০০ জন অতিথির জন্য জায়গা সংকুলান হবে। ভেতর থেকে সমুদ্রের তলদেশের সৌন্দর্য উপভোগ করার জন্য রাখা হয়েছে ১১ মিটার প্যানারোমিক জানালা।
কর্তপক্ষ জানিয়েছে যে কোন আবহাওয়ায় রেস্টুরেন্টের নিরাপত্তার বিষয়টি গবেষণা করেই তারা এর স্ট্রাকচার তৈরী করেছেন। তাদের দাবি বৈর আবহাওয়াতেই বরং রেস্টরেন্টের অভ্যন্তর উপভোগ্য হবে।