শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

নভেম্বরে কেন থাইল্যান্ড ভ্রমণ করবেন

  • আপডেট সময় সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

বাজেট ট্রাভেলিং বা স্বল্প খরচে ঘোরার জন্য মানুষের যে দেশগুলো পছন্দ, তার মধ্যে অন্যতম থাইল্যান্ড। এখন আবার চলছে নভেম্বর মাস। এই মাসকে বলা হয় থাইল্যান্ড ঘোরার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আসুন জেনে নেওয়া যাক এর পেছনের কারণগুলো।

মনোরম আবহাওয়া 

নভেম্বর মাসে দেশটিতে বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হয়। এমনিতে থাইল্যান্ডে তীব্র গরম থাকলেও এই সময় থেকে হালকা ঠান্ডা পড়তে শুরু করে। আকাশও থাকে অনেক পরিষ্কার। প্যারাগ্লাইডিং, ট্রেকিং ও থাইল্যান্ডের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য এই আবহাওয়া এককথায় ‘পারফেক্ট’।

থাইল্যান্ডের অভূতপূর্ব সাংস্কৃতিক উৎসবের সাক্ষী হতে পারবেন এ সময়   থাইল্যান্ডের অভূতপূর্ব সাংস্কৃতিক উৎসবের সাক্ষী হতে পারবেন এ সময়। ছবি: ফ্রিপিক

সমুদ্রসৈকত আর দ্বীপ

নভেম্বর হলো সেই সময়, যখন উত্তাল আন্দামান শান্ত হতে শুরু করে। ফলে ফুকেট, ক্রাবি, কোহ ফি ফি এবং কোহ সামুইয়ের মতো দুর্দান্ত দ্বীপগুলোতে ভ্রমণ আরও সহজ হয়ে ওঠে। টলটলে পানিতে স্নোরকেলিং, ডাইভিং এবং সাঁতরে তুমুল আনন্দ পাওয়া যায়।

‘পিক সিজন’ ডিসেম্বরে পর্যটকের ভিড়ে থাইল্যান্ডে পা ফেলারও জায়গা পাওয়া ভার! যারা একটু শান্তিপ্রিয়, তারা তাই নভেম্বরেই সেরে নিতে পারেন ভ্রমণ।

টলটলে পানিতে স্নোরকেলিং এবং ডাইভিং করে তুমুল আনন্দ লাভের সময় এই নভেম্বর

টলটলে পানিতে স্নোরকেলিং এবং ডাইভিং করে তুমুল আনন্দ লাভের সময় এই নভেম্বর। ছবি: ফ্রিপিক

উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নভেম্বরের মাঝামাঝি থাইল্যান্ডে পালিত হয় দেশটির সবচেয়ে বড় আর মোহনীয় উৎসব লয় ক্রাথং। এই উৎসবের মাধ্যমে থাইল্যান্ডের মানুষ নদীর প্রতি কৃতজ্ঞতা জানায়। তাইতো নদী আর জলাধারগুলো হাজারও ভাসমান লণ্ঠনে উজ্জ্বল হয়ে ওঠে। এই অভূতপূর্ব সাংস্কৃতিক উৎসবের সাক্ষী হতে চাইলে এখনই থাই ভিসার জন্য আবেদন জানান।

ট্রেকিংয়ের জন্য আদর্শ সময়

নভেম্বরের ঠান্ডা আর শুষ্ক আবহাওয়া ট্রেকিংয়ের জন্য দারুণ উপযুক্ত। চিয়াং মাই, চিয়াং রাই এবং পাই-এর মতো থাইল্যান্ডের  উত্তরাঞ্চলের স্পটগুলোতে ট্রেকিংয়ের চমৎকার সুযোগ এটাই। যারা অ্যাডভেঞ্চারপ্রেমী এবং জঙ্গলে ট্রেক করতে ভালোবাসেন তাঁরা এই সুযোগ নিশ্চয়ই হারাতে চাইবেন না!

থাই রেস্তরাঁগুলো এ সময় নানান ছাড় দিয়ে থাকে।  থাই রেস্তরাঁগুলো এ সময় নানান ছাড় দিয়ে থাকে। ছবি: ফ্রিপিক

ব্যয় কম

পিক সিজনের একদম আগমুহূর্তে হওয়ায় নভেম্বরে হোটেল ভাড়া, খাওয়া খরচ, ঘোরাঘুরির ব্যয় ইত্যাদি সবকিছুতেই সাশ্রয় হয়। এসময় হোটেল আর রেস্টুরেন্টগুলোতে চলে নানান ছাড়। কম খরচে বিদেশ ঘুরে আসতে চাইলে এখনই নিয়ে নিন থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com