শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

নতুন রুপে পতেঙ্গা সমুদ্র সৈকত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

নতুন রূপে সেজেছে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা। আউটার রিং রোড প্রকল্পের আওতায় পতেঙ্গা সৈকতের পাঁচ কিলোমটার এলাকা জুড়ে চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। এতে এলাকাটিতে বেড়েছে দর্শনার্থীর ঢল।

পর্যায়ক্রমে এ সৈকতটিকে আন্তর্জাতিকমানের পর্যটন কেন্দ্র করতে চায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ২০১৬ সালের জুলাইয়ে চার লেনের এ সড়কটির নির্মাণ কাজ শুরু হয়। আড়াই হাজার কোটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

এই বছরই এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। উপকূলীয় বাঁধ কাম আউটার রিং রোড নির্মাণ নামে এ প্রকল্পের আওতায় ১৭ দশমিক ৩৫ কিলোমিটার সড়ক নির্মাণ হবে। এর মধ্যে ১৫ দশমিক ২০ কিলোমিটার মূল ও ২ দশমিক ১৫ কিলোমিটার সংযোগ সড়ক।

সড়কটি দক্ষিণ কাট্টলী থেকে সংযোগ রোডের মাধ্যমে স্টেডিয়ামের পাশ দিয়ে সাগরিকায় পোর্ট কানেকটিং রোড ও পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেলের সঙ্গে যুক্ত হবে।

এজন্য সাগরিকা অংশে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। পারাপারের জন্য থাকবে ১০টি ওভারব্রিজ।

তথ্যসূত্র: আরটিভি অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com