জলবায়ুর কারণে যখন অনেক দেশ সমুদ্রের ভূগর্ভে হারিয়ে যেতে চলছে। ঠিক তখনই বাংলাদেশের সাথে নতুন জমি সংযোজন হচ্ছে । স্বাধীনতার সময় বাংলাদেশের মোট আয়তন ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিলোমিটার। তবে ভূমি পুনরুদ্ধার ও সমুদ্র সীমার সম্প্রসারণের কারণে এখন এটি দাঁড়িয়েছে এক লক্ষ ৪৮ হাজার ৪৬০ বর্গ কিলোমিটারে। অর্থাৎ গত কয়েক দশকে বাংলাদেশের সাথে প্রায় ৮৯০ বর্গ কিলোমিটার ভূমি যুক্ত হয়েছে। যেটি কোন দেশের ছোট শহরের চেয়েও বড়।
যখন মালদ্বীপ কিরিবাতি টুভলুর মতো দেশগুলো সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় দিন গুনছে, তখনই প্রতিবছর বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাচ্ছে। এটা কি মানুষের অক্লান্ত পরিশ্রমের ফল নাকি প্রকৃতির দান? বাংলাদেশের গাঙ্গেয় বদ্বীপ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ অঞ্চল, যা প্রাকৃতিক এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। এই বদ্বীপের উর্বর ভূমি, জলবায়ু এবং নদী প্রবাহের পরিবর্তনের মাধ্যমে আজকের বাংলাদেশ গঠিত হয়েছে।
বাংলাদেশের এই ভূমিতে প্রতিবছর প্রচুর পরিমাণে পলি জমা হয়ে নতুন ভূমি তৈরি হয়। তবে কিছু কিছু জায়গায় ভূমি বিলীনও হয়। ভাঙ্গা-গড়ার এই খেলায় প্রতিবছর ঘরে ২০ বর্গকিলোমিটার ভূমি বাংলাদেশের মানচিত্র যোগ হচ্ছে। এছাড়াও সম্প্রতি জেগে ওঠা নতুন প্রায় ৫০ টির মত দ্বীপ নতুন একটি বাংলাদেশের হাতছানি দিচ্ছে। যেখানে ২০৫০ সালের মধ্যে মালদ্বীপের আশি শতাংশ পানির নিচে ডুবে যাওয়া সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশে প্রতিবছর ২০ থেকে ৩০ বর্গ কিলোমিটার নতুন ভূমি যুক্ত হচ্ছে ।এভাবে ৫০ বছর ভূমি বৃদ্ধি পেলে ২০৫০ সালে বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৫০ হাজার বর্গকিলোমিটারে পৌঁছাবে