শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

নতুন ভিসায় সহজেই যাওয়া যাবে ওমান

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

আনুষ্ঠানিকভাবে শেনজেন ভিসার আদলে নতুন ভিসা পদ্ধতি চালু করেছে গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ছয় দেশ।

‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা একক ভিসা ব্যবস্থার আওতায় রয়েছে ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতার।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি বিশেষ এই ভিসার উদ্বোধনীর দিনে এসব ঘোষণা করেন।

অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট-এর আওতাভুক্ত নতুন এই ভিসায় এই ছয় দেশে ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে।

তিনি বলেন, ভ্রমণকে আরও সহজ এবং পর্যটকদের উৎসাহিত করার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। জিসিসি এই ইউনিফাইড ট্যুরিস্ট ভিসাকে অনুমোদন দিয়েছে, ফলে এখন থেকে পর্যটকরা এক ভিসাতেই ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন। এই ভিসা সুবিধার নাম দেওয়া হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com