বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

ধর্ষণের শাস্তি কোন দেশে কেমন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সম্প্রতি ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। ধর্ষকদের শাস্তি নিয়ে আওয়াজ তুলছে মানুষ। আইনি ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।

অনেকের মনেই প্রশ্ন উঠছে দেশে ধর্ষকদের শাস্তির বিধান কী? এর বাইরে বিশ্বের অন্যান্য দেশের ধর্ষণের মতো অপরাধের শাস্তির বিধানগুলোও আলোচনায় আসছে।

কেউ কেউ আইন সংশোধনের কথাও বলছেন।

বাংলাদেশে ধর্ষণের শাস্তি বিভিন্ন আইনের মাধ্যমে নির্ধারিত। বর্তমানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড। ২০২০ সালে বাংলাদেশ সরকার ধর্ষণের শাস্তি কঠোর করে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ সংশোধন করেছে।

যুক্তরাষ্ট্র :

বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন শাস্তির বিধান রয়েছে।

যুক্তরাষ্ট্রে ধর্ষণের শাস্তি নির্ভর করে অপরাধের ধরন ও রাজ্যভেদে আইন অনুযায়ী। সাধারণত ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। কিছু ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।

রাশিয়া :

রাশিয়ায় ধর্ষণের শাস্তি কঠোর। দোষী সাব্যস্ত হলে ২০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

চীনে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। যদি অভিযুক্তের বিরুদ্ধে মেডিক্যাল পরীক্ষায় প্রমাণ পাওয়া যায়, তাহলে কোনো দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ছাড়াই মৃত্যুদণ্ড বা আজীবনের জন্য নপুংসক (castration) করে দেওয়া হয়।

সৌদি আরব :

সৌদি আরবে ধর্ষণের শাস্তি ইসলামী শরিয়াহ আইনের ভিত্তিতে নির্ধারিত হয়।

সাধারণত অপরাধ প্রমাণিত হলে শিরচ্ছেদ (শিরোচ্ছেদ) করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মধ্যপ্রাচ্যের কিছু দেশে শরিয়াহ আইন অনুসরণ করা হয়, যেখানে দোষী সাব্যস্ত হলে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আফগানিস্তান :

আফগানিস্তানে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। অভিযুক্ত ব্যক্তিকে জনসমক্ষে গুলি করে হত্যা করা হয়।

উত্তর কোরিয়া :

উত্তর কোরিয়ায় ধর্ষণের অপরাধে দোষী প্রমাণিত হলে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মালয়েশিয়া :

মালয়েশিয়ায় ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর। এখানে ধর্ষণের দোষী সাব্যস্ত হলে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ভারত :

ভারতেও যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ডের শাস্তির বিধান রয়েছে ধর্ষকদের বিরুদ্ধে।

মিশর :

মিশরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিতে ঝোলানোর বিধান রয়েছে।

ইরান :

ইরানে ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসিতে ঝোলানো এবং কখনও কখনও পাথর ছুড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com