1. [email protected] : চলো যাই : cholojaai.net
দোহা থেকে ঢাকাগামী যাত্রীদের নিরাপদ কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে ইউএস-বাংলা ইউএস-বাংলা এয়ারলাইন্স
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
Uncategorized

দোহা থেকে ঢাকাগামী যাত্রীদের নিরাপদ কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে ইউএস-বাংলা ইউএস-বাংলা এয়ারলাইন্স

  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

কোভিড-১৯ কালীন সময়ে দোহা থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য কোয়ারেন্টাইনে থাকার সুবিধাসহ বিমান ভাড়া ঘোষণা করেছে। সপ্তাহে চারদিন দোহা থেকে ঢাকার উদ্দেশ্যে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদফতর নির্ধারিত ঢাকার বিভিন্ন হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ দোহা থেকে ঢাকাগামী যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকার সুবিধা, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা, দোহা থেকে ঢাকা ভ্রমণের বিমানভাড়া, বিমানবন্দর থেকে নির্ধারিত হোটেল যাতায়াত ব্যবস্থাসহ নানাবিধ সুবিধা রয়েছে।

করোনাকালীন সময়ে দোহা থেকে ঢাকায় সর্বনিম্ন ৩১,৯৯০ টাকায় একজনের তিন রাত চারদিনের জন্য ভ্রমণ প্যাকেজ সুবিধা রয়েছে, যেখানে এক রুমে তিনজনের (ট্রিপল শেয়ার) থাকার ব্যবস্থা রয়েছে। প্রতি জনের জন্য ৩৪,৯৯০ টাকায় দুই জনের রুমে (টুইন শেয়ার) এবং ৩৯,৯৯০ টাকায় সিঙ্গেল রুমে থাকার সুবিধা রয়েছে।

সপ্তাহের প্রতি সোম, বুধ, শুক্র ও রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্স দোহা থেকে ঢাকার উড্ডয়ন করে এবং পরদিন সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।

কোয়ারেন্টাইনে থাকার সুবিধাসহ যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস্ সেন্টার অথবা +৮৮০ ১৭৭৭৭৭৭৮০০-৮০৬ অথবা ১৩৬০৫ (বাংলাদেশ) এবং +৯৭৪ ৫০০৮ ৪৪৪০ (দোহা), নম্বরে যোগাযোগ করুন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর পক্ষে মোঃ কামরুল ইসলাম মহাব্যবস্থাপক-জনসংযোগ যোগাযোগ- ০১৭৭৭৭০৭৫৩৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com