1. [email protected] : চলো যাই : cholojaai.net
দেশে মোবাইল ব্যবহারকারী সাড়ে ১৭ কোটি
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
Uncategorized

দেশে মোবাইল ব্যবহারকারী সাড়ে ১৭ কোটি

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১

চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মোট মোবাইল সংযোগ রয়েছে ১৭ কোটি ৪৬ লাখ ৩০ হাজার।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এ তথ্য জানিয়েছে। বিটিআরসির তথ্যানুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চে মোবাইল সিম ব্যবহারকারী বেড়েছে ১২ লাখ ৭৩ হাজার।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, মার্চ শেষে গ্রামীণফোনের হয়েছে ৮ কোটি সাত লাখ ৫০ হাজার গ্রাহক, যা ২০২০ সালের মার্চ শেষে ছিল ৭ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার। অপরদিকে চলতি বছরের মার্চ শেষে রবির হয়েছে ৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার গ্রাহক যা গত বছরের মার্চে ছিল ৪ কোটি ৯৭ লাখ ১৮ হাজার।

গত বছরের মার্চে বাংলালিংকের ৩ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার গ্রাহক থাকলেও গেল মার্চ মাস শেষে তা হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার গ্রাহক। রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান টেলিটকের হয়েছে ৫৬ লাখ ৯০ হাজার গ্রাহক যা গত বছরের মার্চে ছিল ৪৯ লাখ ১৩ হাজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com