শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

দেশে দেশে রমজান উদযাপনের বর্ণিল রূপ

  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩
পবিত্র রমজান ইসলাম ধর্মের মর্যাদাপূর্ণ মাসের একটি। মহান রবের নৈকট্য লাভের প্রচেষ্টায় পুরো মাস রোজা রাখেন মুসলিমরা। রোজা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও শারীরিক চাহিদা পূরণ থেকে বিরত থাকেন তাঁরা। তা ছাড়া পবিত্র এ মাসে ঝগড়া-বিবাদ, অনর্থক কাজকর্মসহ সব ধরনের অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে থাকতে উৎসাহিত করা হয়েছে। প্রাপ্তবয়স্ক সুস্থ, সবল, মুকিম মুসলিম পুরুষ ও নারীর ওপর রমজানের রোজা রাখা ফরজ।

পবিত্র মসজিদুল হারামে রমজানের প্রথম তারাবি পড়ছেন মুসল্লিরা। ছবি : টুইটার

রমজান মাসে মহান আল্লাহ মহানবী মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। এ মাসে রয়েছে মহিমান্বিত শবে কদর। হাদিসের ভাষ্যমতে এ মাসের প্রতিদিন অসংখ্য মানুষকে ক্ষমা করা হয়। তাই রোজার পাশাপাশি কোরআন তিলাওয়াত, নামাজ, জিকিরসহ অন্যান্য ইবাদতে সময় কাটান সারা বিশ্বের মুসলিমরা। এ মাসের শেষে রয়েছে ইসলামের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সেদিন সারা বিশ্বের মুসলিমরা আনন্দ উদযাপন করেন।

পবিত্র মসজিদুল হারামে রমজানের প্রথম জুমার নামাজ পড়েন মুসল্লিরা। ছবি : টুইটার

পবিত্র মসজিদুল আকসায় রমজানের প্রথম জুমার নামাজ পড়ছেন নারী মুসল্লিরা। ছবি : টুইটার

 

তারাবির নামাজ পড়ছেন নারী মুসল্লিরা। ইসতিকলাল মসজিদ, জাকার্তা ইন্দোনেশিয়া। ছবি : এপি
তারাবির নামাজ পড়ছেন ফিলিস্তিনি মুসল্লিরা। আল আবদি মসজিদ, রাফাহ গাজা। ছবি : আনাদোলু এজেন্সি
পবিত্র কোরআন পড়ছেন বৃদ্ধ মুসলিমরা। গ্র্যান্ড মসজিদ, সানা, ইয়েমেন। ছবি : রয়টার্স
তারাবির নামাজ পড়ছেন কিয়েভের মুসলিমরা। আর রহমান মসজিদ, কিয়েভ, ইউক্রেন। ছবি : আনাদোলু এজেন্সি
রমজানের প্রস্তুতিতে মসজিদুল আকসা প্রাঙ্গণের েএক অংশ পরিষ্কার করছে এক শিশু। জেরুজালেম, ফিলিস্তিন। ছবি : রয়টার্স 
শেখ জায়েদ সোলো গ্র্যান্ড মসজিদ, সোলো সিটি ইন্দোনেশিয়া। ছবি : দি গার্ডিয়ান

 

রমজানের চাঁদ দেখার উৎসবে ফিলিস্তিনের মুসলিমরা। রামাল্লা, পশ্চিম তীর ফিলিস্তিন। ছবি : আনাদোলু এজেন্সি
রমজান ফানুস হাতে দাঁড়িয়ে এক শিশু। মসুল, ইরাক। ছবি : আনাদোলু এজেন্সি 
আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গণে ইফতার করছেন দুই মুসলিম। ছবি : সংগৃহীত

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com