সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

দূষিত শহরের তালিকায় শীর্ষে কলকাতা, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্বের বিভিন্ন শহরে প্রতিদিনই বাড়ছে বায়ুদূষণের মাত্রা। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। এদিন সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়। শহরটির এয়ার কোয়ালিটির স্কোর ২৪৫, যা ‘খুবই অস্বাস্থ্যকর’।

পাশপাশি তালিকার দুই নাম্বারে ২১৭ স্কোর নিয়ে আছে ভারতের মুম্বাই শহরটি ও তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর যার দূষণ স্কোর ২১৭। এছাড়া ১৭৫ স্কোর নিয়ে তালিকার সপ্তম স্থান রয়েছে ঢাকা। অর্থাৎ এখানের বাতাসের মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

আইকিউএয়ারের সূচক অনুসারে, স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এবং ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com