1. [email protected] : চলো যাই : cholojaai.net
দুর্নীতি বন্ধে এআইকে ‘মন্ত্রী’ বানালো আলবেনিয়া
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

দুর্নীতি বন্ধে এআইকে ‘মন্ত্রী’ বানালো আলবেনিয়া

  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অভিনব উদ্যোগ নিয়েছে আলবেনিয়া। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর এক ‘মন্ত্রী’ নিয়োগ দিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী এদি রামা। খবর টাইমস অব ইন্ডিয়া।

‘দিয়েলা’ নামের এই এআই সহকারী আগে থেকেই আলবেনিয়ার জাতীয় অনলাইন সেবা প্ল্যাটফর্ম ই-আলবেনিয়া-তে কাজ করছিল। এবার তাকে পূর্ণাঙ্গভাবে সরকারি ঠিকাদারি ও ক্রয় প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী এদি রামা বলেন, এআই মন্ত্রী নিয়োগের ফলে পাবলিক টেন্ডার প্রক্রিয়া শতভাগ দুর্নীতিমুক্ত হবে। এখন থেকে আর কেউ ব্যক্তিগত প্রভাব খাটিয়ে বা স্বজনপ্রীতি দেখিয়ে চুক্তি নিতে পারবে না।

তবে এ উদ্যোগ ঘিরে জনমত ভিন্ন। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, প্রযুক্তি নির্ভর এ সমাধান যতই যুগান্তকারী হোক না কেন, এআই আদৌ সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে আলবেনিয়ার এই সিদ্ধান্ত। পর্যবেক্ষকরা বলছেন, এটি শুধু প্রযুক্তিগত নয়, প্রশাসনিক ব্যবস্থাপনাতেও এক নতুন দিগন্তের সূচনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com