শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

দুবাই টুরিস্ট ভিসা

  • আপডেট সময় রবিবার, ১২ মে, ২০২৪

দুবাই সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর। এটি  মধ্য প্রাচ্যের প্রধান ব্যবসায় কেন্দ্র। দুবাই শহরের অত্যাধুনিক আকাশচুম্বী ভবন, বিশাল বিশাল সব শপিং মল, প্রচুর হোটেল,বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।

দুবাই ঘুরে দেখতে চাইলে আপনি সিঙ্গেল এন্ট্রি দুবাই  টুরিস্ট ভিসা করতে পারেন। এই ভিসার মেয়াদ হয় ৩০ দিন। ভিসা করার জন্যে আপনি কিভাবে আপনার কাগজপত্র তৈরি করবেন এবং কোথায় কিভাবে জমা দিবেন তার বিস্তারিত এখন আলোচনা করব। আশা করি পুরো লেখাটি মনোযোগ দিয়ে পরবেন।

টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

১.  ভিসা এপ্লিকেশন ফর্ম

আপনাকে নির্ভুল তথ্য দিয়ে ভিসা এপ্লিকেশন ফর্মটি পুরন করতে হবে এবং ফর্মে নির্ধারিত স্থানে পাসপোর্ট অনুযায়ী সাক্ষর করতে হবে।

দুবাই ভিসা এপ্লিকেশন ফর্ম ডাউনলোড লিঙ্ক

২. পাসপোর্ট

নূন্যতম  ৬ মাস মেয়েদ সম্পন্ন একটি পাসপোর্ট।

৩.  ছবি

২ কপি ল্যাব প্রিন্ট ছবি জমা দিতে হবে।

৪. প্রুফ অফ প্রফেশন (পেশার প্রমানপত্র) 

মিশররের ভিসা পেতে হলে আপনার প্রফেশনের একটি প্রমানপত্র দিতে হবে। সেক্ষেত্রে

আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার এন ও সি (নো অব্জেকশন সার্টিফিকেট), ও ভিজিটিং কার্ড দিতে হবে।

এন ও সি (নো অব্জেকশন সার্টিফিকেট) অবশ্যই অফিসের প্যাডে অফিস কর্তৃপক্ষের সত্যায়িত করা থাকতে  হবে এবং আপনার নাম ও পাসপোর্ট নাম্বার এন ও সি তে উল্লেখ করা  থাকতে হবে। নো অব্জেকশন সার্টিফিকেটের স্যাম্পল কপি এখান থেকে দেখে নিতে পারবেন।

আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার নাম স্পষ্ট অক্ষরে আছে এমন ট্রেড লাইসেন্সের কপি এবং ভিজিটিং কার্ড দিতে হবে।

প্রপ্রাইটরশিপ বিজনেস হলে ট্রেড লাইসেন্স, লিমিটেড কম্পানি হলে ট্রেড লাইসেন্সের সাথে মেমরেন্ডাম কপি জমা দিতে হবে যেখানে আপনার নাম স্পষ্ট করে লেখা আছে।

আপনি যদি ডাক্তার হয়ে থাকেন তাহলে বি এম ডি সি (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) সার্টিফিকেট অথবা আপনার হাসপাতালের প্যাডে নো অব্জেকশন সার্টিফিকেট এবং ভিজিটিং কার্ড দিতে হবে।

আপনি যদি আইনজীবী হয়ে থাকেন তাহলে বার কাউন্সিল সার্টিফিকেট অথবা আপনার চেম্বারের  প্যাডে নো অব্জেকশন সার্টিফিকেট (আপনার নাম ও পাসপোর্ট নাম্বার সহ) এবং ভিজিটিং কার্ড দিতে হবে।

আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্কুল / কলেজ / ইউনিভার্সিটির প্যাডে নো অব্জেকশন সার্টিফিকেট  (আপনার নাম ও পাসপোর্ট নাম্বার সহ) অথবা বৈধ আই ডি কার্ডের কপি দিতে হবে।

বি দ্রঃ  উপরের কোন ডকুমেন্ট বাংলায় দেয়া যাবে না যদি বাংলায় থাকে তাহলে ইংরেজিতে অনুবাদ করে নোটারি করে জমা দিতে হবে।

৫. আন্ডার টেকিং লেটার

আপনার কোম্পানির লেটার হেডে একটা আন্ডার টেকিং লেটার দিতে হবে, এতে উল্লেখ থাকবে যে, কোন কারনে ভ্রমণকারী যদি ভিসার শর্ত ভঙ্গ করেন তাহলে এর দায়ভার উক্ত কম্পানি বহন করবে।

আন্ডার টেকিং লেটারের স্যাম্পল কপি এখান থেকে ডাউনলোড করতে পারেন।

৬. ফরওয়ার্ডিং লেটারঃ

ভিসা অফিসার, এম্বাসি অফ দুবাই, ঢাকা বরাবর একটি ফরওয়ার্ডিং লেটার লিখে জমা দিতে হবে।

ফরওয়ার্ডিং  লেটারে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, পেশা, পেশার উপাধি, কবে যেতে চান এবং আপনার ভরন পোষণ কে বহন করবে এইসব কিছু উল্লেখ থাকতে হবে। ফ্যামিলি নিয়ে গেলে সবার নাম ও পাসপোর্ট নাম্বার ও কভারিং লেটারে উল্লেখ থাকতে হবে।

৭. এমিরাতস এয়ারলাইন্স এর টিকেট কপি থাকতে হবে।

৮. ১৮ বছরে নীচে হলে জন্ম সনদপত্রের কপি জমা দিতে হবে

৯. যোগাযোগের জন্য দুটি ফোন নাম্বার। (বাংলাদেশী)

১০. ভ্রমণকারীর ভিজেটিং কার্ড।

বি দ্রঃ ভিসা প্রসেসের জন্য প্রদত্ত যেকোনো ডকুমেন্টস ভূয়া অথবা জাল প্রমাণিত হলে, আপনার ভিসার আবেদনটি নিশ্চিতভাবে প্রত্যাখ্যান হবে, এমনকি আপনি উক্ত এম্বাসির কালো তালিকাভুক্ত হতে পারেন। এবং ইহা আইনতঃ দন্ডনীয় অপরাধ। সুতরাং, এধরনের অভিপ্রায় থেকে বিরত থাকুন।

দুবাই টুরিস্ট ভিসা ফিঃ

ভিসা  ফি ভিসার মেয়াদ কতদিন থাকা যাবে
৪,০০০ টাকা ট্রান্সিট ভিসা ৪ দিন ৪ দিন
৮,৯০০ টাকা সিঙ্গেল এন্ট্রি ৩০ দিন ৩০ দিন

কোন কারনে ভিসা না হলে ভিসা ফি ফেরতযোগ্য নয়। এজন্য দেখে শুনে বুঝে টাকা জমা দিবেন। অনেক এজেন্সি আবার ভিসা পাবার পর টাকা নিয়ে থাকে তবে এক্ষেত্রে খরচ  ১০,০০০ থেকে ১৫,০০০ টাকাও হতে পারে। এইসব এজেন্সির সাথেও যোগাযোগ করে দেখতে পারেন।

ঠিকভাবে ডকুমেন্টগুলো সহ সাবমিট করার ১ থেকে ৭ দিনের মধ্যে ভিসা চলে আসবে। সায়মন হলিডেজের অফিস খোলা থাকে সপ্তাহে ছয় দিন। জমা দেয়া ও ভিসা সংগ্রহের জন্য ভিসা সংগ্রহের সময়সূচী নিম্নরূপ:

রবি থেকে বৃহস্পতিবার ভিসার আবেদন পত্র গ্রহণ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং ভিসা সংগ্রহ সকাল ৯টা থেকে বিকাল ৪টা

শনিবারে ভিসার আবেদন পত্র গ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ১টা ভিসা সংগ্রহ সকাল ৯টা থেকে দুপুর ১টা

সায়মন গ্রুপের বিস্তারিত ঠিকানা:

Address: Saimon Centre, House # 4A, Road # 22 Gulshan commercial area, Dhaka-1212
Tel : 9898207(Direct), 88-02-9882273-74, 9885307-08, 9881408, 9860393, 9885314 Ext-128
Fax : 88-02-9881337, 8829374
Website: www.dubaivisabd.com

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com