বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

দুবাই টহল পুলিশের বহরে যুক্ত হয়েছে বিলাসবহুল বেন্টলি

  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

পর্যটক আকর্ষণ করে এমন স্থানে ট্যুরিস্ট পুলিশের বিলাসবহুল টহল গাড়ি যুক্ত করে নিরাপত্তা উপস্থিতি জোরদার করার ক্ষেত্রে দুবাই পুলিশের প্রতিশ্রুতি ব্যক্ত করে বাই টহল পুলিশের বহরে যুক্ত হয়েছে বিলাসবহুল বেন্টলির কোম্পানির গাড়ি। ব্রিটিশ গাড়ি নির্মাতা বেন্টলির প্রতিনিধি ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে সম্প্রতি এ ঘোষণা দেয়া হয়।

ঘোষণা অনুযায়ী, টহল টিমে বেন্টলি জিটি-ভি৮ মডেলের গাড়ি যুক্ত করা হবে। ৫৪২ হর্স পাওয়ারের বেন্টলি কন্টিনেন্টাল জিটি-ভি এইট একটি উচ্চক্ষমতাসম্পন্ন গাড়ি। মাত্র ৩ দশমিক ৯ সেকেন্ডের মধ্যে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে গতি তুলতে সক্ষম।

অনুষ্ঠান চলাকালীন জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ডিরেক্টর মেজর জেনারেল জামাল আল জাল্লাফের কাছে গাড়ির বিস্তারিত বুঝিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে টহল টিমে অনরোড অটোমোটিভ কোম্পানির একটি বিদ্যুচ্চালিত এসইউভি হংকি ই-এইচএস নাইন যুক্ত করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com