শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

দুবাইয়ে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

ব্যস্ত প্রবাস জীবনে আনন্দ-বিনোদনের আয়োজন কল্পনাও করা যায় না। তারপরও নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি-ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রবাসীরা করে থাকেন বিভিন্ন অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করতে রোববার (১৬ ফেব্রুয়ারি) দুবাই মুশরিফ পার্কে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব।

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে নানারকম পোশাক পরিধানে অসংখ্য পরিবারের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল যেন পরিণত হয় বাংলাদেশি এক ব্যতিক্রমী মিলনমেলায়। যা নজর কাড়ে পার্কে আসা বিভিন্ন দেশের দর্শনার্থীদেরও। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল ছোট ছেলে-মেয়েদের নানা রকম খেলাধুলা, আইস ড্যান্স, নৃত্য, কবিতা আবৃত্তি, বসন্ত সাজ প্রতিযোগিতা, মহিলাদের মুখে পানি নিয়ে দৌড় প্রতিযোগিতাসহ নানারকম খেলাধুলা। দুপুরে ছিল সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন।

লেডিস ক্লাব ইউএইর ফাউন্ডার লিজা হোসেনের সভাপতিত্বে ও টিম লিডার রোমানা বন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ।

আয়োজকরা ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহ সভাপতি সাদিয়া আফছার, সহ সভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, কো-অর্ডিনেটর শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি, টিম লিডার ইশিকা পারভিন, টিম লিডার ঈশিকা মাজহার, কামরুন নাহার, নাসরিন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com