২০১৮ সালে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলের খেতাব পায় দুবাইয়ের গেভোরা হোটেল। হোটেলটির উচ্চতা ৩৫৬ মিটার (১১৬৮ ফুট)। তবে এ রেকর্ড ভাঙ্গতে যাচ্ছে একই শহরে তৈরি হতে যাওয়া আরেক হোটেল ‘সিয়েল টাওয়ার’।
সিয়েল টাওয়ারের উচ্চতা হবে ৩৬০ দশমিক ৪ মিটার (১১৮২ ফুট)। যা রেকর্ডধারী হোটেল গেভোরা থেকে উচ্চতায় ৪ মিটার বেশি।
৮২ তলা বিশিষ্ট সিয়েল টাওয়ার হোটেলে থাকছে ১ হাজার ৮২টি রুম। নির্মাণ কাজ শেষ হওয়ার পর এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল।
দুবাইয়ের বিখ্যাত দ্য আটলান্টিস ও দ্য পাম হোটেলের ডিজাইনকারী প্রতিষ্ঠান এনওআরআর সিয়েল টাওয়ারের ডিজাইনটি করেছে। তাদের ডিজাইন ইতোমেধ্যে তিনটি আন্তার্জাতিক পুরস্কার অর্জন করেছে। হোটেলটি নির্মাণ করছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফাস্ট গ্রুপ।
হোটেল থেকে দুবাই শহরের দৃশ্য সুন্দরভাবে দেখার জন্য এর ডিজাইনেও রাখা হয়েছে বৈচিত্রতা। ৩৬০ ডিগ্রি কোণে শহর দেখা যায় এমন একটি কাঁচের তৈরি ডেক রয়েছে এতে। তাছাড়া হোটেলের রেস্টুরেন্ট ও সুইমিংপুল থেকেও একই দৃশ্য উপভোগ করা যাবে।
নির্মাতা প্রতিষ্ঠান ফার্স্ট গ্রুপের এক মুখপাত্র জানান, সিয়েল টাওয়ার থেকে পারস্য উপসাগরের তটরেখা উপভোগ করা যাবে। সে সাথে দর্শনার্থীরা দুবাইয়ের বিখ্যাত কৃত্রিম দ্বীপ ‘পাম জুমেইরা’ও দেখতে পাবেন।
২০১৬ সালে নির্মাণকাজ শুরু হওয়া সিয়েল টাওয়ার ২০২২ এর শেষ দিকে অথবা ২০২৩ সালের শুরুতে উদ্বোধন হতে পারে।