শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

ছিনতাইকারী সন্দেহে দুবাইগামী এয়ার ইন্ডিয়া বিমানের এক বিমানযাত্রীকে আটক করল বিমামবন্দর কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ঘটনায় বিমানবন্দর চত্ত্বরে পড়ে যায় শোরগোল। পরে অন্য একটি বিমানে যাত্রীদের দুবাইয়ে যাওয়ার ব্যবস্থা করে বিমান সংস্থাটি।রবিবার সন্ধেতে হায়দরাবাদ আন্তর্জাতির বিমানবন্দর থেকে নির্ধারিক সময়ে উড়ে যাওয়ার কথা ছিল দুবাইগামী এয়ার ইন্ডিয়ার AI951 বোয়িংটি।

সন্ধে নাগাদ হঠাৎ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ই-মেল আছে। তাতে লেখা হয়েছিল, এয়ার ইন্ডিয়ার দুবাইগামী বিমানটিতে একজন হাইজ্যাকার বসে আছে। সে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের একজন ইনফর্মার। বিমানটিকে হাইজ্যাকের পরিকল্পনা নিয়েছে সে এবং তার সঙ্গে বিমানবন্দরের আরও বেশ কয়েকজন জড়িত বলে ই-মেলে উল্লেখ করা হয়েছিল।

এই ই-মেল পাওয়ার পরেই নড়চড়ে বসেন বিমানবন্দর কর্তৃপক্ষ। স্থগিত করা হয় বিমানটির যাত্রা। বিমানবন্দর চত্ত্বরে জারি করা হয় হাই-এলার্ট। এরপরেই বিমাবন্দরের নিরাপত্তারক্ষীরা ই-মেলেরে সূত্র ধরে বিমানের ওই যাত্রীকে সনাক্ত করে। আটক করা হয় তাকে। এরপর একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়, সেই সঙ্গে ধৃতের সঙ্গে থাকা ব্যাগারের কাগজপত্র খতিয়ে দেখে বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্মীরা।এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসার পর হায়দরাবাদ বিমানবন্দর চত্ত্বরে তৈরি হয় আতঙ্ক। আটকে পড়েন দুবাই যাওয়ার যাত্রীর। বেশ কয়েক ঘণ্টা পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্য একটি বিমানে যাত্রীদের দুবাই যাওয়ার ব্যবস্থা করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত জুন মাসে বিমান ছিনতাইয়ের পরিকল্পনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছিল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিমানের এক যাত্রী ছিনতাইয়ের পরিকল্পনার কথা অন্য একজনকে ফোনে বলছিল। আর তা শুনতে পান বিমানের এক ক্রু সদস্য। বিমানযাত্রীর এই কথা শুনতে পেয়েছিলেন যাত্রীদের একাংশও। বিমানে তৈরি হয় আতঙ্ক। যাত্রীদের অনেকেই বিমান থেকে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েন।

সঙ্গে সঙ্গে বিমানের ওই কর্মী পুরো ঘটনাটি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের জানিয়ে সতর্ক করে দেন। এরপর বিমানের ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে তুলে দেওয়া হয়েছিল মুম্বই পুলিশের হাতে। বেসরকারি বিমান সংস্থা ভিস্তারার ওই বিমানটি মুম্বই থেকে দিল্লি যাচ্ছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দের হাইজ্যাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com