শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

দুনিয়ার যে ১০টি শহরে সবচেয়ে বেশি কোটিপতির বসবাস

  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

‘বিশ্বের শীর্ষ ধনীদের শহর ২০২৫’ শীর্ষক এক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ও অভিবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। আজ ৮ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের ধনী শহরের তালিকায় এবারও শীর্ষ স্থানে আছে মার্কিন মুলুকের একটি শহর। এই শহরে সবচেয়ে বেশিসংখ্যক কোটিপতি (কমপক্ষে ১০ লাখ ডলার বিনিয়োগযোগ্য সম্পদের মালিক) বসবাস করছেন।

প্রতিবেদন তৈরিতে দক্ষিণ আফ্রিকাভিত্তিক সম্পদের তথ্য-গোয়েন্দাগিরিবিষয়ক বৈশ্বিক প্রতিষ্ঠান ‘নিউ ওয়ার্ল্ড ওয়েলথ’-এর সহযোগিতা নিয়েছে হেনলি অ্যান্ড পার্টনার্স। ওই প্রতিবেদনে দেখা গেছে, শীর্ষ ৫০ ধনীদের শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের ১১টি ও চীনের ৫টি শহর স্থান পেয়েছে। দক্ষিণ এশিয়া থেকে তালিকার ২৭ ও ৩৯তম স্থানে আছে যথাক্রমে ভারতের মুম্বাই ও দিল্লি।

ধনীদের শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের ১১টি শহর স্থান পেয়েছে
ধনীদের শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের ১১টি শহর স্থান পেয়েছেছবি: পেক্সেলস

কোটিপতির সংখ্যার পাশাপাশি প্রতিবেদনে সেন্টিমিলিয়নিয়ার বা ১০ কোটি বা তার চেয়ে বেশি অর্থের মালিক, বিলিয়নিয়ার বা শতকোটি বা তার চেয়ে বেশি অর্থের মালিকের সংখ্যাও প্রকাশিত হয়েছে। এ ছাড়া এক দশকে (২০১৪-২০২৪) এসব শহরে কোটিপতির হ্রাস-বৃদ্ধির চিত্রও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, এক দশকে চীনের শেনজেন (১৪২ শতাংশ) ও হাংঝৌ (১০৮ শতাংশ) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১০২ শতাংশ) শহরে সবচেয়ে বেশি কোটিপতি বেড়েছে। আর কোটিপতির সংখ্যা কমেছে রাশিয়ার মস্কো (২৫ শতাংশ) ও যুক্তরাজ্যের লন্ডন (১২ শতাংশ) শহরে।

১০. শিকাগো, যুক্তরাষ্ট্র

কোটিপতি: ১ লাখ ২৭ হাজার ১০০ জন

সেন্টিমিলিয়নিয়ার (১০ কোটি বা তার চেয়ে বেশি অর্থের মালিক): ২৯৫ জন

বিলিয়নিয়ার (শতকোটি বা তার চেয়ে বেশি অর্থের মালিক): ২৫ জন

কোটিপতি বৃদ্ধির হার: ২৪%

প্যারিস, ফ্রান্স
প্যারিস, ফ্রান্সছবি: পেক্সেলস

৯. সিডনি, অস্ট্রেলিয়া

কোটিপতি: ১ লাখ ৫২ হাজার ৯০০ জন

সেন্টিমিলিয়নিয়ার: ২২৪ জন

বিলিয়নিয়ার: ২২ জন

কোটিপতি বৃদ্ধির হার: ২৪%

৮. হংকং

কোটিপতি: ১ লাখ ৫৪ হাজার ৯০০ জন

সেন্টিমিলিয়নিয়ার: ৩৪৬ জন

বিলিয়নিয়ার: ৪০ জন

কোটিপতি বৃদ্ধির হার: ৩%

৭. প্যারিস, ফ্রান্স

কোটিপতি: ১ লাখ ৬০ হাজার ১০০ জন

সেন্টিমিলিয়নিয়ার: ২৭৭ জন

বিলিয়নিয়ার: ২২ জন

কোটিপতি বৃদ্ধির হার: ৫%

সিঙ্গাপুরে ২ লাখ ৪২ হাজারের বেশি কোটিপতির বসবাস
সিঙ্গাপুরে ২ লাখ ৪২ হাজারের বেশি কোটিপতির বসবাসছবি: পেক্সেলস

৬. লন্ডন, যুক্তরাজ্য

কোটিপতি: ২ লাখ ১৫ হাজার ৭০০ জন

সেন্টিমিলিয়নিয়ার: ৩৫২ জন

বিলিয়নিয়ার: ৩৩ জন

কোটিপতি বৃদ্ধির হার: -১২%

৫. লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র

কোটিপতি: ২ লাখ ২০ হাজার ৬০০ জন

সেন্টিমিলিয়নিয়ার: ৫১৬ জন

বিলিয়নিয়ার: ৪৫ জন

কোটিপতি বৃদ্ধির হার: ৩৫%

৪. সিঙ্গাপুর

কোটিপতি: ২ লাখ ৪২ হাজার ৪০০ জন

সেন্টিমিলিয়নিয়ার: ৩৩৩ জন

বিলিয়নিয়ার: ৩০ জন

কোটিপতি বৃদ্ধির হার: ৬২%

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরছবি: পেক্সেলস

৩. টোকিও, জাপান

কোটিপতি: ২ লাখ ৯২ হাজার ৩০০ জন

সেন্টিমিলিয়নিয়ার: ২৬২ জন

বিলিয়নিয়ার: ১৮ জন

কোটিপতি বৃদ্ধির হার: ৪%

২. দ্য বে এরিয়া, যুক্তরাষ্ট্র

কোটিপতি: ৩ লাখ ৪২ হাজার ৪০০ জন

সেন্টিমিলিয়নিয়ার: ৭৫৬ জন

বিলিয়নিয়ার: ৮২ জন

কোটিপতি বৃদ্ধির হার: ৯৮%

১. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

কোটিপতি: ৩ লাখ ৮৪ হাজার ৫০০ জন

সেন্টিমিলিয়নিয়ার: ৮১৮ জন

বিলিয়নিয়ার: ৬৬ জন

কোটিপতি বৃদ্ধির হার: ৪৫%

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com