বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

দিনে-রাতে মেকআপের অত্যাচার, তার পরও সতেজ থাকেন বিমানসেবিকারা

  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫

যাত্রীদের সেবা প্রদানের সময় সুন্দর সেজে, মেকআপ করে থাকতে হয় বিমানসেবিকাদের। পোশাক, সাজগোজ, এবং আচরণ সবকিছুই বিমান সংস্থার নির্দিষ্ট নীতি মেনে করতে হয়। সব বিমান সংস্থার ক্ষেত্রে না হলেও, একাধিক সংস্থাতেই মেকআপ বাধ্যতামূলক। সেই মেকআপ পরা অবস্থাতেই কখনও কখনও রাত কাটাতে হয় বিমানেই। ঘণ্টার পর ঘণ্টা ত্বকের উপর অত্যাচার চলতেই থাকে। উপরন্তু বিমানের ভিতরের আর্দ্রতা বেশ কম থাকে। তার পরেও কী ভাবে উজ্জ্বল দেখায় তাঁদের? কী ভাবে নিজের ত্বকের যত্ন নেন বিমানসেবিকারা?

সম্প্রতি জনপ্রিয় এক বিমানসংস্থার কর্মী, ২৪ বছরের অস্ট্রেলিয়াবাসী র‍্যাচেল জনসন সমাজমাধ্যমে তাঁর ত্বকচর্চার রুটিন সম্পর্কে জানালেন। ত্বক যখন স্বাস্থ্যকর হবে, তখনই মেকআপ ভাল বসবে মুখে। তাই তাঁদের পেশার খাতিরেই ত্বক ভাল রাখার দরকার পড়ে। বিমানের মধ্যে হোক বা বাইরে, এই টোটকাগুলি আপনারও কাজে আসতে পারে।

বিমানে ওঠার আগে

কেবিনের বাতাসের শুষ্কতার সঙ্গে সর্ব ক্ষণ মোকাবিলা করতে হয়। তাই শিফটের আগের রাতে হাইড্রেটিং ফেস মাস্ক পরে থাকেন র‍্যাচেল। এর পর ভিটামিন সি বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত পণ্য মুখে মাখেন। এই দু’টিই ত্বকে আর্দ্রতা ধরে রাখার জন্য পরিচিত। হাইড্রেশন সিল করার জন্য ময়েশ্চারাইজ়ার দিয়ে তার রুটিন শেষ হয়।

বিমানে ওঠার আগে ও পরে সঠিক নিয়মে ত্বকের যত্ন নিতে হবে।বিমানে ওঠার আগে ও পরে সঠিক নিয়মে ত্বকের যত্ন নিতে হবে। ছবি: সংগৃহীত।

মেকআপ

ত্বকের ধরন বুঝে মেকআপ ব্যবহার করতে হবে। বিমানের কর্মীদের ফাউন্ডেশন, কনসিলার, পাউডার, ব্লাশ এবং ব্রোঞ্জার-সহ পুরো মুখের মেকআপ করতে হয়। শুষ্ক এবং তৈলাক্ত ত্বকের জন্য ভিন্ন ভিন্ন মেকআপ থাকে, ত্বকের সঙ্গে মানানসই পণ্য বেছে নেওয়া উচিত।

বিমানে ওঠার পর

স্বাস্থ্য এবং ত্বক, দুইয়ের জন্যই বিমানে ওঠার পর ঘন ঘন জল খাওয়া উচিত। শুষ্ক আবহাওয়া ত্বকের জন্যও উপকারী নয়। তাই র‍্যাচেল জানাচ্ছেন, হাইড্রেটেড থাকার জন্য প্রচুর পরিমাণে জল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমানের সময় হালকা ফেসিয়াল মিস্ট বা হাইড্রেটিং স্প্রে প্রয়োগ করলে শুষ্কতা প্রতিরোধ করতে সুবিধা হবে। যদি মেকআপ ব্যবহার করেন, তা হলে দ্বিতীয় বার ফাউন্ডেশন না মেখে শুষ্ক হয়ে যাওয়া জায়গাগুলিতে কিছুটা ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিলে ভাল।

দীর্ঘ ক্ষণের সফর হলে, তা ত্বকের উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু বিমানে ওঠার আগে ও পরে সঠিক নিয়মে ত্বকের যত্ন নিতে থাকলে সতেজ এবং উজ্জ্বল দেখাবে। র‍্যাচেলের মতো বিমানসেবিকা না হলেও যদি ঘন ঘন বিমানযাত্রা করতে হয়, তা হলে এই উপায়ে নিজের ত্বকের যত্ন নিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com