শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
Uncategorized

দা অলিভস হোটেল, ঢাকা

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১

ধরন : চার তারকা হোটেল

স্থান : হাউস ৩, রোড ১২৬, গুলশান ১, ঢাকা ১২১২

বিমানবন্দর থেকে মাত্র ১০ কিলোমিটার পথ অতিক্রম করে গুলশান ১ এর ১২৬ নং রোড, সেখানেই এই চার তারকা দা অলিভস হোটেলের অবস্থান। আবাসিক ও কূটনৈতিক এলাকা, আশেপাশের এলাকাতে বিভিন্ন দূতাবাসের অবস্থান যেনো গুলশানের ব্যস্ততা এর অংশ। আর এই ব্যস্ততা যেনো আরো বেড়ে উঠে এই এলাকাতে অবস্থিত হোটেল গুলোতে দেশ-বিদেশের অতিথিদের পদচারনায়। আর হোটেল কতৃপক্ষও হাসিমুখে সাদরে গ্রহণ করে নিচ্ছে এই অতিথিদের। দ্যা অলিভস ও এর বাইরে নয়। অন্যান্য হোটেলের মতো এখানেও আছে ফ্রন্ট ডেস্ক সার্ভিস, সুইমিংপুল, খাবার সরবারহ করতে আছে রেস্টরেন্ট, রুম সার্ভিসসহ আরো অনেক সেবা-পরিসেবা। দেখে নেয়া যাক হোটেল ব্যবস্থাপনায় কি কি থাকছে এই পর্যায়ে-

দ্যা অলিভস এর পরিষেবা সমূহ :

  • ফ্রি ওয়াইফাই
  • ফ্রি পার্কিং
  • সুইমিংপুল
  • স্পা ও ওয়েলনেস সেন্টার
  • ফিটনেস সেন্টার
  • টেরেস
  • বাগান
  • বা্র
  • স্ন্যাকস বার
  • বারবিকিউ
  • স্পেশাল ডায়েট মেন্যু
  • কিড মিলস
  • রুম ব্রেকফাস্ট
  • ওয়াইন/শ্যাম্পেইন
  • ফল
  • অন সাইট কফি হাউস
  • রেস্টুরেন্ট
  • প্রতিদিন হাউসকিপিং
  • লন্ড্রি, ইস্ত্রি, ড্রাই ক্লিনিং
  • বিজনেস সেন্টার
  • মিটিং, ব্যাঙ্গকুইট হল
  • ভি আই পি রুমের ব্যবস্থা
  • নন-স্মোকিং রুম
  • ব্রাইডাল স্যুইট
  • ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস
  • ট্যুর ডেস্ক
  • টিকেট সার্ভিস
  • এক্সপ্রেস চেক ইন/চেক আউট
  • কারেন্সি এক্সচেঞ্জ
  • সেফটি ডিপোসিট বক্স
  • ধূমপানের জন্য ডিজাইনড এরিয়া
  • ভেন্ডিং মেশিন (পানীয়,স্ন্যাকস)
  • লিফট
  • গাড়ি ভাড়া নেয়ার ব্যবস্থা
  • শীতাতপ নিয়ন্ত্রিত
  • লকার
  • লাগেজ স্টোরেজ
  • পত্রিকা
  • লাইভ স্পোর্টস ইভেন্ট (ব্রডকাস্ট)
  • হ্যাপি আওয়ার
  • অন সাইট ওয়াটার স্পোর্টস সুবিধা
  • গলফ কোর্স
  • সাইক্লিং

বাংলার পাশাপাশি হোটেলে ব্যবহৃত ভাষা :

  • ইংরেজি
  • হিন্দি
  • আরবি

কিছু নির্দেশনা :

  • পোষ্য প্রানী গ্রহণযোগ্য নয়।
  • চেক ইনের জন্য নূন্যতম বয়স সীমা নেই।

swimming-pool the olives hotelরয়েছে সুইমিংপুলের ব্যবস্থা। ছবি : ট্রিপ এডভাইজর

রেস্টুরেন্ট  কুইজিন :

  • দা অলিভস রেস্টুরেন্ট

কুইজিন :  আমেরিকান, এশিয়ান পরিবেশন পদ্ধতি : বুফে, আ লা কার্তে (খাদ্য তালিকা অনুসারে) সময়সূচি :  ব্রেকফাস্ট : ৬.৩০ -১০.৩০ টা সকাল লাঞ্চ : দুপুর ১২.৩০-৩.০০ টা পর্যন্ত ডিনার : সন্ধ্যা ৭.০০-১১.০০ টা পর্যন্ত

দা অলিভস এর রুমের ধরন গুলো এক নজরে :

  • ডিলাক্স রুম
  • ডিলাক্স স্যুইট
  • এক্সিকিউটিভ স্যুইট
  • প্রিমিয়াম স্যুইট

রাজধানীর বিভিন্ন স্থান থেকে হোটেলের দূরত্ব :

  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কিলোমিটার।
  • বাংলাদেশ সচিবালয় থেকে ৪ দশমিক ৩ কিলোমিটার (সৈয়দ নজরুল ইসলাম সরণী দিয়ে)
  • জাতীয় সংসদ ভবন থেকে ৬ দশমিক ৫কিলোমিটার।
  • কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৮ দশমিক ৭ কিলোমিটার।
  • ভারতীয় হাই কমিশন থেকে দূরত্ব ৭০০ মিটার।
  • কাতার এ্যাম্বাসি থেকে  দূরত্ব ৯০০ মিটার।
  • সিঙ্গাপুর কনস্যুলেট ৭০০ মিটার দূরেই অবস্থিত।
  • কিভাবে যাবেন :
  • দ্যা অলিভস এ আছে গাড়ি পার্কিং করার সুবিধা। তাই নিজস্ব পরিবহন নিয়ে হোটেলে চলে আসতে পারেন।
  • এয়ারপোর্ট পিক আপ/ড্রপ অফ সার্ভিস আছে। হোটেল কতৃপক্ষের সাথে যোগাযোগ করে এই সার্ভিস নেয়া যাতে পারে।
  • শহরে সহজে যাতায়াত করার জন্য বর্তমানে আছে অনেক রাইড শেয়ারিং সার্ভিসের ব্যবস্থা। কম সময়ে সহজ যাতায়াত নিশ্চিত করতে এই সার্ভিসের জনপ্রিয়তা অনেক। তাই ইচ্ছে হলে নিতে পারেন এই ব্যবস্থাও।

যোগাযোগ :

মোবাইল : +৮৮০১৮৪৭-১৩২৮২২

ই-মেইল : sales@theolivesbd.com

ওয়েবসাইট : https://theolivesbd.com/

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com