২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে প্রত্যেকের জীবনেই যখন একের পর এক পরিবর্তন হয়েছে। সেই সময় তীব্র সংকট নেমে আসে পুনমের পরিবারেরও। তখন নিজের পরিবারের পাশে দাঁড়াতেই গাড়ি চালানোকেই পেশা হিসেবে বেছে নেন পুনম। তাঁর স্বামী সরণ রাইও তাকে এই ব্যাপারে সব দিক দিয়ে সহযোগিতাও করেন। বর্তমানে স্বামীর সঙ্গে যৌথ মালিকানায় ট্র্যাভেল এজেন্সি খুলেছেন পুনম।
পুনম জানিয়েছেন, গাড়ি চালানোয় তাঁর স্বামী তাঁকে অসম্ভব উৎসাহ দিয়েছেন। করোনা লকডাউনের সময় তিনি তার স্বামী সরণের থেকে গাড়ি চালানো শিখেছেন। তিনি জানিয়েছেন, ভাইরাসের প্রকোপ কমার সঙ্গে সঙ্গে যখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল, তখন থেকে পেশাদার গাড়িচালক হিসেবে তিনি তাঁরা যাত্রা শুরু করেন।
পুনম বলেন, তিনি তার বর্তমান পেশাকে খুব ভালোবাসেন। শুধু টাকা উপার্জনের জন্যই এই পেশা বেছে নেননি তিনি, বরং গাড়ি চালাতে তার খুবই ভালো লাগে। পর্যটকদের নিয়ে পাহাড় ও দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ঘুরতেও তার ভীষণ ভালো লাগে। তার প্রাণের শহর দার্জিলিংয়ে পর্যটকদের নিয়ে নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর অনুভূতিটাই আলাদা।