শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
Uncategorized

দর্শকদের জন্য কাতারে বিখ্যাত ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

সৌদি আরবের বিখ্যাত ফাস্ট-ফুড রেস্তোরাঁর নাম ‘আলবাইক’। বিভিন্ন আরব দেশে এর সুখ্যাতি রয়েছে। এবার কাতার বিশ্বকাপ খেলা দেখতে আসা ভোজনপ্রিয় দর্শকদের জন্য সুখবর দিল এই আলবাইক। কাতার ২০২২

ফিফা বিশ্বকাপ চলাকালে কাতার জুড়ে মোট ৫টি ভ্রাম্যমাণ রেস্তোরাঁ চালু করবে ‘আলবাইক’। ২৫ অক্টোবর এই ঘোষণা দেয় ‘আলবাইক’ রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আলবাইকের অফিসিয়াল টুইটারে ক্যাপশনসহ একটি

ভিডিও পোস্ট করে কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, ফুটবল ম্যাচ চলাকালে আমাদের জনপ্রিয় খাবার পরিবেশন করতে কাতারের পথে আমাদের ৫টি ভ্রাম্যমাণ রেস্তোরাঁর প্রথম দুটি রওয়ানা হয়েছে। কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর আলবাইকের স্লোগান হলো ‘লাভ ইউনাইটস দ্যা ওয়ার্ল্ড’। আলবাইকের সদর দফতর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ‘

লাভ ইউনাইটস দ্যা ওয়ার্ল্ড’ স্লোগানের অধীনে রেস্তোরাঁটি মূলত বিভিন্ন ধরণের সসসহ ব্রোস্টেড ও ভাজা মুরগি বিক্রি করে। এটি সৌদি আরবের বৃহত্তম রেস্টুরেন্ট চেইন। বর্তমান বিশ্বের ৮০টি দেশে আলবাইক ব্যবসা পরিচালনা করছে। কাতারে খেলা দেখতে এসে দর্শকরা আলবাইক খেতে পারবেন, এটি নিশ্চয়ই আলবাইকপ্রেমীদের জন্য সুখবর। ‘

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com