বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

তুরস্কে বিনামূল্যে এক সপ্তাহের ইন্টার্নশিপ, আবেদন শেষ ১০ জুন

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩

সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এক সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে তুরস্কের ‘ইউনিয়ন অব মিউনিসিপ্যালিটিস অব তুর্কি’। ‘ইন্টারন্যাশনাল লোকাল অথরিটিজ ইন্টার্নশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের  শিক্ষার্থীরা  আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ জুন ২০২৩।

আইন, অর্থনীতি, নগর/আঞ্চলিক পরিকল্পনা, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, যোগাযোগ, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ও অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স সহ এ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত অথবা সদ্য গ্রাজুয়েশন শেষ করা শিক্ষার্থীরা  ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট তুরস্কে এ ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে।

এ প্রোগ্রামটি একটি আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রাম যা ২০১২ সাল থেকে শুরা হয়। শিক্ষার্থীরা স্থানীয় সরকারগুলির মৌলিক মূল্যবোধ, স্থানীয় গণতন্ত্র এবং অংশগ্রহণ, স্থানীয় সরকারের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম, স্থানীয় সরকারগুলির বৈশ্বিক এবং আঞ্চলিক সংস্থাগুলি, স্থানীয় সরকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্য, তুলনামূলক স্থানীয় সরকার, তুর্কির স্থানীয় কর্তৃপক্ষ, সিভি প্রস্তুতি এবং ইন্টারভিউ কৌশল সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ
* বিমানে আসা-যাওয়ার খরচ প্রদান করা হবে।
* খাবারের খরচ প্রদান করা হবে।
* বিনামূল্যে আবাসনের ব্যবস্থা।
* ফির্ড ট্রিপ এর খরচ।
* সাইট ভিজিটের খরচ।
* সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।

16

আবেদনের যোগ্যতা:
* নির্ধারিত বিষয়ে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।
* অথবা সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থী।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
* যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIq7KLy_Lv58iAAyqHNLuUhZT79BqMaDKsdX9D5VtqXPJO1g/viewform ।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে https://www.tbb.gov.tr/En/ContentUrl_localinternational-internship-program_283 ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com