বাংলাদেশ থেকে যাঁরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান, তাঁদের জন্য একটি গন্তব্য হতে পারে তুরস্ক। শিক্ষাব্যবস্থা ও গবেষণার কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো অর্জন করছে জনপ্রিয়তা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও দেশটি উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য। শিক্ষার্থীদের জন্য আছে নানা সুযোগ-সুবিধা ও স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ কোক স্কলারশিপ। স্নাতকোত্তর ও পিএইচডিতে দেওয়া হয় এ বৃত্তি। এর কেতাবি নাম ‘কোক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ-২০২৫’।
কোক বিশ্ববিদ্যালয় তুরস্কের ইস্তাম্বুলে একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে ইস্তিনেতে অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু করলেও, ২০০০ সালে স্থায় ক্যাম্পাসে স্থানান্তরিত হয়।
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে
*মাসে মাসে উপবৃত্তি
*আবাসন সুবিধা
*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা
*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নিতে ভ্রমণ খরচ দেবে
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
*মাসে মাসে মিলবে উপবৃত্তি
*আবাসন সুবিধা
*বেসরকারি স্বাস্থ্যবিমা সুবিধা
*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা মিলবে
*বৈজ্ঞানিক ইভেন্টে অংশ নেওয়ার ভ্রমণ খরচ
*ল্যাপটপ সুবিধা
*ফ্রি এইচজিএস (ফাস্ট ট্রানজিট পাস) সুবিধা দেবে;
*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে
*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে
*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি
*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)
*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট
*ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ (জিম্যাট/টোয়েফল)
*স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)
*রেফারেন্স লেটার
*ক্ষেত্র–সম্পর্কিত অভিজ্ঞতা প্রয়োজন
*তিনটি প্রবন্ধ থাকতে হবে
*নন-থিসিস প্রোগ্রামের জন্য আবেদন ফি প্রদানের স্লিপ
*পারিবারিক আয়ের প্রমাণপত্র
*অন্যান্য ডকুমেন্টেশনেরও প্রয়োজন হতে পারে (নির্দিষ্ট প্রোগ্রামের প্রয়োজনীয়তা দেখে নিতে হবে)
আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইটে ঢুঁ মেরে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।
১৫ মে ২০২৫