শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

তিব্বত বিশ্বের ছাদ

  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত। ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এর অবস্থান।

চীনে সিনচিয়াংয়ের পর তিব্বত দ্বিতীয় বৃহত্তম প্রদেশ। এর উত্তর দিকে সিনচিয়াং, উত্তর-পূর্ব দিকে ছিংহাই, পূর্ব দিকে সি ছুয়ান, দক্ষিণ-পূর্ব দিকে ইয়ুন নান প্রদেশ।

তিব্বত দক্ষিণ ও পশ্চিম দিকে মিয়ানমার, ভুটান, নেপাল ও ভারতের ভূমিসংলগ্ন। সীমান্তরেখার মোট দৈর্ঘ্য ৪০০০ কিলোমিটার।

তিব্বতে প্রাচীন কাল থেকে অনেক কিংবদন্তি প্রচলিত: বানরের মানুষে রূপান্তরিত হওয়া; কিনাবালু পর্বতের কিংবদন্তি, জেড লেক; ইত্যাদি।

এখানে হাজার বছরের অনেক বিস্ময়কর ঐতিহাসিক ঘটনাও ঘটেছে; যেমন, ‘সিয়াং সিউং’, ‘কু কে’-এর পুরানো রাজবংশের ঘটনা; ‘ওয়েন ছেং’ রাজকুমারী ও ‘চিনছেং’ রাজকুমারীর তিব্বতে এসে বিয়ে করার ঘটনা; ‘থাং’ রাজবংশ আমলের ‘থুপুও’ সংখ্যালঘু জাতির জনৈক ভাইয়ের বংশধরদের সাথে তার বোনের বংশধরদের দুই শতাধিক বছরের সুসম্পর্ক বজায় থাকার ঘটনা; ইত্যাদি।

বিশাল এই মালভূমি যেন বিশাল ঐতিহাসিক মঞ্চ। এখানে কালে কালে অনেক হিরোর জন্ম হয়েছে। বিরল পাখি ও প্রাণী, মনোজ্ঞ গান ও নাচ নিয়ে গঠিত তিব্বতি জাতির সমৃদ্ধ সংস্কৃতিও রয়েছে। তিব্বতি সংস্কৃতির সাথে সুন্দর পাহাড়, নদী, ও হ্রদ জড়িত।

তিব্বতকে বলা হয় পৃথিবীর ছাদ। এখানে এসে দাঁড়ালে যে-কেউ এই জায়গাটির প্রতি অন্তরের টান অনুভব করবেন।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com