1. [email protected] : চলো যাই : cholojaai.net
তারকাদের বৈশাখী সাজ
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সস্তা ফ্লাইট বুকিংয়ের গোপন কৌশল: টাকা বাঁচিয়ে উড়ুন বিশ্বজুড়ে পরিবার নিয়ে নিরাপদ ট্রিপ: ১০টি প্রমাণিত কৌশল ও গন্তব্য নির্দেশিকা সৌদি আরবে ভিসা ব্যবস্থায় নতুন নিয়ম বিমান ভ্রমণের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন পর্যটনের দেশ মালদ্বীপের চেয়ে কোথায় পিছিয়ে বাংলাদেশ ২০২৪ সালে দেশের বাইরে ঘুরতে গেছেন বিশ্বের ১৪০ কোটি মানুষ ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় জাপানে ভিড় জমাচ্ছেন রুশ পর্যটকরা ৮০ হাজার আপত্তিকর ছবি, ১০২ কোটি টাকা ব্ল্যাকমেইল: থাই নারীর কেলেঙ্কারি অনিয়মিত ৫০ হাজার অভিবাসী শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

তারকাদের বৈশাখী সাজ

  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

নব সূর্যদয়ের হাত ধরে এসেছে নতুন বছর। খুলেছে বাংলা ১৪৩০-এর দিনপঞ্জিকার পাতা। আর প্রতি বছরের মতোই আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজে পহেলা বৈশাখ উদযাপন করেছে দেশবাসী। বাদ যাননি তারকারাও। শুক্রবার (১৪ এপ্রিল) দিনজুড়ে নাটক-সিনেমার তারকাদের সোশ্যাল হ্যান্ডেল মুখর ছিল বৈশাখী সাজ-বার্তায়।

জয়া আহসানকে ভক্তরা প্রায়শই দেবী বলে সম্বোধন করেন। বৈশাখের প্রথম দিনে শাড়ি, নোলক, মালা ও বেলি ফুলে যেন দেবীরূপেই দেখা দিলেন তিনি। ছবি শেয়ার করে বললেন, ‘পহেলা বৈশাখ মানেই আনন্দ অনাবিল, শুভেচ্ছা, ভালোবাসা, জমজমাট আড্ডা, আরও অনেক কিছু। এই আনন্দের স্বাদ থাক অমলিন। সকলে ভালো থাকুন।’

অভিনেতা চঞ্চল চৌধুরী ছুটে গেলেন চারুকলার নান্দনিক সৃষ্টিকর্মের কাছে। বৈশাখী ঐতিহ্যের নানা অনুষঙ্গের মাঝে দাঁড়িয়ে ছবি তুলেছেন। পাঞ্জাবি-পায়জামায় নিজেকে আবৃত করে মেলে ধরেছেন দু’হাত। আর বলেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩০। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। জাতি, ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাঙালি। এই বন্ধন চির অটুট থাকুক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে পান্তা-ইলিশ আর বৈশাখী সাজে নববর্ষ বরণ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আনন্দঘন সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন ফেসবুক পেজে। সেখানে পুত্রকে ইলিশ, আলু, শিম, পান্তা ভাত ইত্যাদি জিনিস চিনিয়ে দেন নায়িকা। আর দুজনে মিলে ভক্তদের জানিয়েছেন শুভেচ্ছা।

অপু বলেছেন, ‘নববর্ষ তো বাঙালির ঐতিহ্যকে বয়ে আনে। আর ঐতিহ্যের সঙ্গে মিশে থাকে পান্তা-ইলিশ। সেই ভাবনা থেকে আমার ছোট্ট আয়োজন। একটু পরে ইফতার। আমার মনে হলো আজকের ইফতার যদি এভাবে সাজানো যায়। তাই এভাবে সাজিয়েছি। সবাইকে শুভ নববর্ষ। সুন্দর কাটুক সবার জীবন।’

কন্যা ইলহামকে নিয়ে নববর্ষ উদযাপন করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। তিনজনের হাসিমাখা একটি ছবি দিয়ে ফারুকী লিখেছেন, ‘শুভ নববর্ষ। গরমে নতুন কাপড় পরতে পারলাম না বলে তিন দিন আগের ছবিই দিয়ে দিলাম।’

লাল-সাদা শাড়ি পরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সঙ্গে ছিলেন তার বন্ধু, অভিনেত্রী সুষমা সরকার। দুজনের আনন্দঘন কিছু ছবি পোস্ট করে মম লিখলেন, ‘নতুন বছর সবার জন্য বয়ে আনুক আনন্দ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

সাদা কারুকাজ খচিত শাড়ি, লাল-প্রিন্টেড ব্লাউজ, লাল চুড়ি আর সাদা কানের দুলে সেজেছেন ছোট পর্দার তারকা মেহজাবীন চৌধুরী। সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘বৈশাখ আসে, বৈশাখ আসে, স্বপ্নগুলো সত্য হবার কাছে। শুভ পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা দেবে।’

স্বামী সনি পোদ্দারের সঙ্গে তোলা পুরনো একটি ছবিতেই নতুন বছরের শুভেচ্ছা সারলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দুজনের প্রেমময় ছবিটির সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ সবাইকে।’

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা মোহময়ী রূপে ধরা দিয়েছেন বৈশাখী সাজে। লাল-সাদা শাড়িতে ফুটিয়ে তুলেছেন রূপের জাদু। একগুচ্ছ ছবির সঙ্গে দুই শব্দের শুভেচ্ছা বার্তা- ‘শুভ নববর্ষ’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com