রাজস্থানের নাম শুনলে এমনিতেই কান খাড়া করে ফেলেন ভ্রমণপিপাসুরা। রাজস্থানের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি উদয়পুরের পিছোলা লেক। ১৪শ শতকের এই হ্রদের সবচেয়ে উল্লেখযোগ্য আকর্ষণের নাম তাজ লেক প্যালেস হোটেল। ২০১৯ সালের কনডে নাস্ট ট্রাভেলার রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা ১৭ হোটেলের মধ্যে তৃতীয় হয়েছে এই হোটেল।
উদয়পুরের মেবার রাজবংশের ৬২তম উত্তরাধিকারী মহারাজ দ্বিতীয় জগৎ সিং ১৭৪৬ সালে পিছোলা লেকে প্রাসাদটি নির্মাণ করেন। এই প্রাসাদ তিনি গ্রীষ্মকালীন অবকাশযাপনের জন্য ব্যবহার করতেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সাদা আর কালো মার্বেলে তৈরি দেয়ালগুলোর ওপর মূল্যবান পাথরের কারুকাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ভগবত সিং প্রাসাদটিকে প্রথম বিলাসবহুল হোটেলে রূপান্তর করার সিদ্ধান্ত নেনছবি: ইনস্টাগ্রাম থেকে
১৯৭১ সাল থেকে লেক প্যালেসটি ব্যবস্থাপনার দায়িত্বে আছে ‘তাজ হোটেল অ্যান্ড রিসোর্ট’ছবি: ইনস্টাগ্রাম থেকে
প্রকৃতি আর বিলাসিতার এক অপূর্ব মেলবন্ধন এই প্রাসাদছবি: ইনস্টাগ্রাম থেকে
নৌকাভ্রমণ প্রশান্তি আর সৌন্দর্যকে একসঙ্গে ফুটিয়ে তোলেছবি: ইনস্টাগ্রাম থেকে
বিভিন্ন দেশের নানান ধরনের খাবারের পাশে সেখানে জায়গা করে নিয়েছে ‘রাজস্থানি থালি’। রাজস্থানের রাজকীয় খাবারের স্বাদ দিতেই এই আয়োজনছবি: ইনস্টাগ্রাম থেকে
বাদ যায়নি সদ্য চলে যাওয়া বাঙালির পয়লা বৈশাখও। পয়লা বৈশাখে এভাবেই উপস্থাপন করা হয় তাদের একটি প্লেটারছবি: ইনস্টাগ্রাম থেকে
ঐতিহ্য ও সৌন্দর্যের সঙ্গে আঠারো শতকের রাজকীয় আবহ পেতে বিশ্বের নানা প্রান্ত থেকে এখানে বেড়াতে আসেন অসংখ্য পর্যটকছবি: ইনস্টাগ্রাম থেকে
এভাবেই রাজকীয় কায়দায় অভিবাদন জানানো হয় সব আগন্তুককেছবি: ইনস্টাগ্রাম থেকে
তবে শুধু পর্যটক না, কেউ যদি রাজকীয় কায়দায় বিয়ে করতে চান, তারও ব্যবস্থা রয়েছে দ্য লেক প্যালেসের হোটেলেছবি: ইনস্টাগ্রাম থেকে
এই হোটেলের রয়েছে নিজস্ব আলোকচিত্রী আর ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাছবি: ইনস্টাগ্রাম থেকে
এ রকম একটা রাজকীয় কক্ষে এক রাত ঘুমানোর জন্য আপনাকে গুনতে হবে অন্তত ৪৬ হাজার টাকাছবি: সংগৃহীত
তবে সবচেয়ে রাজকীয় গ্র্যান্ড প্রেসিডেনশিয়াল স্যুটের এক রুমের ভাড়া পাঁচ লাখ টাকাছবি: সংগৃহীত
কিছুদিন আগেই এখান থেকে বেড়িয়ে গেলেন বলিউডের সংগীত তারকা নেহা কক্কর ও তাঁর জীবনসঙ্গীছবি: ইনস্টাগ্রাম থেকে
ইতিহাস, ঐতিহ্য আধুনিকতার রূপ আর সব সৌন্দর্য নিয়ে যেন এখানে বসে আছেছবি: ইনস্টাগ্রাম থেকে