বাংলাদেশিদের ঢাকা থেকে সরাসরি জর্ডানের আম্মান ও আম্মান হয়ে ইউরোপ-আমেরিকার নানা গন্তব্যে পৌঁছে দিতে বাংলাদেশে ফ্লাইট চালু করছে জর্ডানের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স। আগামী বছর ফ্লাইট চালুর সিদ্ধান্ত তাদের।
বাংলাদেশে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে নিয়োগ পেয়েছে সায়মন এয়ার ট্রাভেলস লিমিটেড। এর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে এয়ারলাইন্সটি।
এখন থেকে সায়মন এয়ার ট্রাভেলস মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষস্থানীয় বিমান সংস্থা রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের টিকিট বিক্রি ও বিপণন পরিষেবা দেওয়ার পাশাপাশি সম্পূর্ণ গ্রাহক এবং এজেন্ট সহায়তা দেবে।
সায়মন এয়ার ট্রাভেলস জানায়, ৮ ডিসেম্বর থেকে বাংলাদেশে অফলাইন টিকিট বিক্রি শুরু করবে রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স।
এদিকে তাদের ফ্লাইট শুরুর সুনির্দিষ্ট তারিখ জানা না গেলেও ২০২৫ এর মার্চ-এপ্রিলে বাংলাদেশে ফ্লাইট চালুর পরিকল্পনা তাদের।
সায়মন এয়ার ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ জানান, প্রাথমিক অবস্থায় অফলাইনে টিকিট বিক্রি দিয়ে বাংলাদেশে জর্ডানিয়ান এয়ারলাইন্স কার্যক্রম শুরু করলেও তা সহসাই অনলাইনে চলে আসবে। এয়ারলাইন্সটি জর্ডানের রাজধানী আম্মান থেকে ৪৫টিরও বেশি গন্তব্যে এবং ৫০টিরও বেশি সংযোগকারী পয়েন্টে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।
যে কোনো যাত্রী রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্সের টিকিট পেতে সরাসরি গুলশান-১ এর সায়মন সেন্টারে যোগাযোগ করতে পারেন।
সবশেষ বিদেশি এয়ারলাইন্স হিসেবে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা শুরু করে আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা এবং স্টার অ্যালায়েন্সের সদস্য ইথিওপিয়ান এয়ারলাইনস।। চলতি বছরের ৩ নভেম্বর ঢাকা থেকে সরাসরি আদ্দিস আবাবা রুটে ফ্লাইট চালু করে তারা।