মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
Uncategorized

ঢাকার বুড়িগঙ্গাকে টেমস নদীর মতো সাজাতে মহাপরিকল্পনা

  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

বুড়িগঙ্গার কোল ঘেষে গড়ে উঠা চারশ’ বছরের ঐতিহ্যের নগরী ঢাকা। দখল দূষণে দিনকে দিন জৌলুস হারিয়েছে নদী।
কাগজে কলমে নদী থাকলেও অস্তিত্ব বিলীন প্রায়।

অথচ এই নদীপথ সচল ও পরিবেশবান্ধব করলে লন্ডনের টেমস নদীর আদলে গড়ে তোলা সম্ভব। মৃতপ্রায় বুড়িগঙ্গার ৭ কিলোমিটার আদি চ্যানেল উদ্ধারে ইতোমধ্যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকার চারপাশে নৌপথ চালুরও সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটির।

সাত কিলোমিটার এলাকাজুড়ে থাকবে নানা নান্দনিক স্থাপনা। প্রকল্প এলাকায় ওয়াকওয়ে, পানি প্রবাহ ফেরানো, নদীতীরে হোটেল-রেস্তোরাঁসহ গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন বহু স্থাপনা।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলছেন, নদীর সীমানা নির্ধারণের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়ন হলে হাতিরঝিলের নান্দনিক রূপ পাবে বুড়িগঙ্গার আদি চ্যানেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com