শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
Uncategorized

ঢাকার আশেপাশে ঘোরার ৪ জায়গা

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন গৃহবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি আমরা অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে ঢাকার আশেপাশে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। ঢাকার আশেপাশে দিনে গিয়ে দিনে ফিরে আসা যায়, এমন কিছু জায়গার ব্যাপারে জেনে নিন।

পূর্বাচল নতুন শহর থেকে ঘুরে আসতে পারেন। ২১ নাম্বার সেক্টরের ব্লু লেক ঘিরে গড়ে উঠেছে বেশকিছু রেস্টুরেন্ট। খোলামেলা এসব রেস্টুরেন্টে কাটিয়ে দিতে পারেন চমৎকার একটি বিকেল। চা, কফি থেকে শুরু করে কাবাব, গ্রিল, নান, ফ্রায়েড রাইস, খিচুড়ি, স্যুপ- সবই পেয়ে যাবেন এসব রেস্টুরেন্টে। পাশাপাশি মিলবে লেক পাড়ে বসে নির্মল বাতাস উপভোগের সুযোগ।

জিন্দা পার্ক

পরিবারের সবাইকে নিয়ে নিরিবিলি একটি দিন কাটাতে চাইলে চলে যেতে পারেন ঢাকার একদম কাছেই জিন্দা পার্কে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে চলে যেতে পারেন ৩০০ফিট দিয়ে। কাঞ্চন ব্রিজ থেকে ঢাকা সিটি বাইপাস ধরে কিছু এগুলেই জিন্দা পার্ক। জনপ্রতি ১০০ টাকা টিকিটে সারাদিন কাটিয়ে দিতে পারবেন গাছগাছালি ও পাখির সান্নিধ্যে। ভেতরে থাকা রেস্টুরেন্টে পেয়ে যাবেন খাবার।

গোলাপ গ্রাম
তুরাগ নদীর তীরে অবস্থিত সাভারের বিরুলিয়া গ্রাম। গোলাপ গ্রাম হিসেবেই পরিচিত এটি। পুরো গ্রামই গোলাপ বাগানের মতো ঝলমলে। মিরপুর বেড়িবাঁধ হয়ে বিরুলিয়া ব্রিজ ধরে চলে যান গোলাপ গ্রামে। এখানে পেয়ে যাবেন অটো। ট্রলারে যেতে চাইলে দিয়াবাড়ি ঘাট থেকে পেয়ে যাবেন ট্রলার।

ঠিকানাঠিকানা

ঠিকানা
ডে আউটার ‘ঠিকানা’ থেকে ঘুরে আসতে পারেন এক বিকেলে। বারিধারা থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে বেরাইদ বালু নদীর তীর ঘেঁসে ঠিকানার অবস্থান। খোলা মাঠে শিশুরা খেলাধুলা করতে পারবে। আবার রেস্টুরেন্টের চমৎকার খাবার খেতে পারবেন আম বাগানের খোলা পরিবেশে বসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com