সদ্য শেষ হওয়া আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই জয়ের পাঁচ দিনের মাথায় ভারতে আরও ছ’টি ‘ট্রাম্প টাওয়ার’ তৈরি করার ইঙ্গিত দিল ট্রাম্পের মালিকানাধীন সংস্থা। যার ফলে আমেরিকার বাইরে ভারতই ট্রাম্প টাওয়ারের বৃহত্তম রিয়েল এস্টেট হাব হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
কী এই ট্রাম্প টাওয়ার? ট্রাম্প টাওয়ার হল নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বহুতল। ট্রাম্পের সংস্থা ‘দ্য ট্রাম্প অর্গানাইজ়েশন’-এর দফতর। ওই বহুতলে এক বিলাসবহুল পেন্টহাউসও রয়েছে ট্রাম্পের। ২০১৯ পর্যন্ত সপরিবারে ওখানেই থাকতেন তিনি।