শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

‘ডিবি হারুন’ সন্দেহে উত্তরায় বাড়ি ঘেরাও

  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ অবস্থান করছেন- এমন খবর পেয়ে রাজধানীর উত্তরার একটি বাসায় তল্লাশি চালায় পুলিশ। যদিও সেখানে হারুন পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ১০টায় রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক ডিবি প্রধান হারুন ভবনটিতে আছেন- এমন গুঞ্জন উঠলে অনেকেই বাড়িটির সামনে অবস্থান নেন। এরমধ্যে অনেকে ফেসবুকে লাইভ শুরু করলে আশপাশ থেকে উত্তেজিত জনতা এসে ওই বাড়ির চারপাশ ঘিরে রাখেন। তারা এমনভাবে বাড়িটি ঘিরে রাখেন যাতে হারুন পালাতে না পারেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। পরে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে গত ৬ আগস্টও হারুন অর রশীদের আটক হওয়ার গুঞ্জন উঠে। কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি গুজব বলে জানান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। গত ৩১ জুলাই ডিএমপি থেকে দেওয়া এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ২০২২ সালের ১৩ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন অর রশীদ। তার আগে ২০২১ সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com