রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

ডিজিটাল নোমাড ভিসায় ভ্রমণ

  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
২০২২ সালের অক্টোবর মাস থেকে পর্তুগাল ডিজিটাল নোমাড ভিসা দেওয়া শুরু করেছে। নন-ইইউ ফ্রিল্যান্সারদের সেখানে বসবাসের অনুমতি দেওয়ার জন্য এ ভিসা অনুমোদন করা হয়েছে। তবে এটি পাওয়ার জন্য প্রার্থীর মাসিক আয় হতে হবে কমপক্ষে ৩ হাজার ৪০ ইউরো এবং অ্যাকাউন্টে সেভিংস থাকতে হবে কমপক্ষে ৩৬ হাজার ৪৮০ ইউরো।
এ ভিসার জন্য যা দরকার
� বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
� ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার বাইরের দেশের নাগরিক হতে হবে।
� কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ফ্রিল্যান্সিংয়ে এক বছরের চুক্তি থাকতে হবে।
� বৈধ অ্যাকাউন্টে কমপক্ষে ৩ হাজার ৪০ ইউরো থাকতে হবে।
� পর্তুগালে কমপক্ষে এক বছরের ভাড়াবাড়িতে থাকার সামর্থ্য থাকতে হবে।
এ ভিসার সবচেয়ে বড় সুবিধা, ইউরোপজুড়ে ভিসামুক্ত ভ্রমণ। পর্তুগাল শেনজেন জোনের দেশ। এ দেশের অধিবাসীরা অবাধে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন। এগুলোর মধ্যে আছে ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, মাল্টাসহ আরও ২১টি ইউরোপীয় দেশ।
এ ভিসায় প্রতি ছয় মাসে ৯০ দিন পর্যন্ত শর্ট ট্রিপে যাওয়া যাবে। যেসব ফ্রিল্যান্সার ভ্রমণ করতে চান, তাঁদের জন্য এ ভিসা বেশ কার্যকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com