ডিজনির প্রমোদতরীর তালিকায় ষষ্ঠ জাহাজ হিসেবে আগামী মাসে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে ডিজনি ট্রেজার। প্রথম যাত্রায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পোর্ট ক্যানাভেরাল থেকে ক্যারিবিয়ানের দিকে রওনা হবে ক্রুজ শিপটি। ১ হাজার ১১৯ ফুট দৈর্ঘ্য ও ২২১ ফুট উচ্চতার জাহাজটি চার হাজার যাত্রী ও ১ হাজার ৫৫৫ জন ক্রু বহনে সক্ষম।
ডিজনির অন্যান্য ক্রুজ শিপের মতো ট্রেজারেও বিশেষ থিমের ডাইনিং, অত্যাধুনিক লাউঞ্জ ও প্রিমিয়াম লাইভ বিনোদনের ব্যবস্থা রয়েছে। ডিজনি ট্রেজারে করে সাত রাতের সমুদ্রভ্রমণে দুজনের ভাড়া শুরু হবে ৪ হাজার ২৭৭ ডলার থেকে। চার সদস্যের জন্য পড়বে ৬ হাজার ৯৯৪ ডলার।
সাধারণত হ্যালোইন বা ক্রিসমাসের সময় ভাড়া বেড়ে যায়। ট্রেজারের যাত্রা শুরুর মধ্য দিয়ে ডিজনি তাদের সম্প্রসারণের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। ২০২২ সালের মাঝামাঝি ‘ডিজনি উইশ’ চালুর আগের এক দশকে নতুন কোনো শিপ উন্মোচন করেনি কোম্পানিটি।
সম্প্রতি ২০৩১ সালের মধ্যে প্রমোদতরীর বহর দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে তারা। এর অংশ হিসেবে আগামী বছর ‘ডিজনি ডেসটিনি’ ও ‘ডিজনি অ্যাডভেঞ্চার’ নামে দুটি জাহাজ উন্মোচন করা হবে। পরের বছরগুলোয় আরো চারটি জাহাজ এর বহরে যুক্ত হবে।
এছাড়া ওরিয়েন্টাল ল্যান্ড কোম্পানির সঙ্গে অংশীদারত্বে জাপানে ডিজনি ক্রুজ ভ্রমণ চালুর পরিকল্পনাও নেয়া হয়েছে। জাহাজের সংখ্যা তুলনামূলক কম হলেও পারিবারিক ক্রুজিংয়ের ক্ষেত্রে ডিজনি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হয়ে উঠেছে। বিশ্বের বৃহত্তম তিনটি ক্রুজ লাইনের মধ্যে কার্নিভালের কাছে ১০০টির বেশি জাহাজ, রয়্যাল ক্যারিবিয়ানের কাছে ৪০টি ও নরওয়েজিয়ান ক্রুজ লাইনের কাছে ৩০টির মতো জাহাজ রয়েছে।