1. [email protected] : চলো যাই : cholojaai.net
ট্রেনে যাওয়া যাবে কুয়েত থেকে উপসাগরীয় আরবের ৬ দেশে
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

ট্রেনে যাওয়া যাবে কুয়েত থেকে উপসাগরীয় আরবের ৬ দেশে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

উপসাগরীয় ছয় আরব দেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে কুয়েত। জিসিসি (গালফ কোঅপারেশন কাউন্সিল) রেল প্রকল্পের অংশ হিসেবে এই রেলপথ কুয়েতকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কাতার, বাহরাইন ও ওমানের সঙ্গে যুক্ত করবে।

কুয়েতের অর্থনৈতিক বিশ্লেষক আলী আল আনেজি স্থানীয় গণমাধ্যমকে জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের প্রবৃদ্ধি আসবে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বেকারত্বও কমে যাবে।

তিনি বলেন, এই রেল প্রকল্প শুধু পণ্য পরিবহন সহজ করবে না, মানুষের ভ্রমণও হবে আরও দ্রুত ও আরামদায়ক। আরব দেশগুলো তাদের নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কুয়েত থেকে সৌদি রাজধানী রিয়াদ পর্যন্ত ট্রেন চলবে ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে। পরবর্তীতে একইভাবে রেল সংযোগ পৌঁছাবে দুবাই, কাতার, বাহরাইন ও ওমানেও। কুয়েতের প্রধান যাত্রী স্টেশনটি নির্মিত হচ্ছে রাজধানী কুয়েত সিটি থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাদ্দাদিয়া এলাকায়।

সেখান থেকে সৌদি সীমান্তবর্তী নওয়াইসিব পর্যন্ত ১১১ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের কাজ চলছে। কুয়েত ইতিমধ্যে তুরস্কের একটি প্রতিষ্ঠানকে রেলওয়ে নির্মাণের চুক্তি দিয়েছে। পুরো উপসাগরীয় রেলওয়ে প্রকল্পটি ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com