চলছে শীতের আমেজ। সময় অনুযায়ী আবহাওয়া ততটা ঠাণ্ডা না হলেও বিশ্বের দীর্ঘতম বালকাময় সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে পর্যটকের আনাগোনা। প্রাকৃতিক এই সমুদ্র সৈকত ভ্রমণের পথ আরও সুগম হলো বিজয়ের মাসের প্রথম দিন আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-কক্সবাজার রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এ পথে আজ থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। তাই খুব সহজেই আরামে ও কম খরচে ঘুরে আসতে পারেন কক্সবাজার। যদিও আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এই রুটে ট্রেনের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।
চলুন, কক্সবাজার আইকনিক রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার গোলাম রাব্বানীর দেওয়া তথ্যে জেনে নেই এই রুটে ট্রেনের ভাড়া, ট্রেনের সিডিউল ও যাত্রী সংখ্যা…
ট্রেনের সিডিউল
আপাতত এ রুটে দুটি ট্রেন চলাচল করবে। কক্সবাজার থেকে প্রতিদিন ট্রেন ছাড়বে দুপুর সাড়ে ১২টায়। চট্টগ্রাম হয়ে এটি ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। অন্যদিকে, ঢাকা থেকে ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। এটি কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৭টা ২০ মিনিটে।
আসন সংখ্যা
ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত এসি চেয়ার আসন ৩৩০টি এবং নন এসি শোভন শ্রেণিতে আসন সংখ্যা ৪৫০টি। চট্টগ্রামের যাত্রীদের জন্য নির্ধারিত থাকবে দুটি কোচ।
কোন শ্রেণির ভাড়া কতো
এই রুটে এসি স্নিগ্ধা শ্রেণি ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩২৫ টাকা। নন এসি শোভন শ্রেণির ভাড়া ৬৯৫ টাকা। কক্সবাজার থেকে চট্টগ্রামের ভাড়া এসি ৪৭০ টাকা এবং নন এসি ২৫০ টাকা।
কতো জন চড়লেন প্রথম দিন
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ৭৮০ জন যাত্রী নিয়ে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। অপরদিকে, রাত সাড়ে ১০টায় সমসংখ্যক যাত্রী নিয়ে ঢাকা থেকে আরেকটি ট্রেন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার গোলাম রাব্বানী এসব তথ্য জানিয়েছেন।