সদ্য মার্কিন মুলুকের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যেন নতুন সাজে সেজেছে গোটা আমেরিকা। যারা এই সময় আমেরিকায় গিয়ে বাড়ি কিনে থাকবেন বলে ভাবছেন তারা কী জানেন এই সময় মার্কিন মুলুকে বাড়ি কিনতে কত টাকা খরচ হতে পারে আপনার। যদি আপনি মাসে ৯১.১৫ লাখ টাকা আয় করেন তাহলে আপনি এই স্বপ্ন দেখতেই পারেন।
অক্সফোর্ড ইকোনমিকস সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে দেখা গিয়েছে বিগত ৫ বছর আগে মার্কিন দেশে বাড়ি কেনার চাহিদা যেখানে ছিল ৫৯ শতাংশ। সেই চাহিদা বর্তমানে বেড়ে হয়েছে আরও ৩৬ শতাংশ বেশি। চলতি বছরেই এই বাড়ি কেনার হিড়িক আরও বেড়েছে। এতেই বোঝা যায় আমেরিকার বিলাসবহুল জীবনযাপন করতে সকলেই চাইছেন।
তথ্য থেকে দেখা গিয়েছে ২০১৯ সালে এই বাড়ি বিক্রি হয়েছে ৪৮ লক্ষ টাকায়। যদি সেই সময় আপনার হাতে এই টাকা থাকে তবে আপনি নিজের ছোটো একটি পরিবার নিয়ে সেখানে থাকতে পারেন। আসলে করোনাকালের পর থেকে গোটা বিশ্ব মন্দার বাজার দেখেছে। তার প্রভাব পড়েছে প্রতিটি দেশের সঙ্গে আমেরিকাতেও। সেই সময় সেখানে বাড়ি তৈরি বা বিক্রির দিকে মন দেয়নি সেখানকার বাড়ি নির্মাতারা।
তবে এখন সেখান থেকে অনেকটাই ঘুরে দাড়িয়েছে আমেরিকা। তাই ফের নতুন করে নির্মাণশিল্পে বিনিয়োগ শুরু হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে সেখানে বাড়ি কেনার ধুম। মার্কিন দেশের উন্নতির সঙ্গে তাল রেখে যারা চলতে চান তাহলে সেখানে গিয়ে থাকার কথা ভাবতেই পারেন। তবে কম দামের বাড়িও রয়েছে সেখানে। তার দাম ৫৪ লাখ টাকা থেকে শুরু করে ৬৪ লাখ টাকা পর্যন্তও রয়েছে।