বিদেশে বেড়ানোর কথা বলতে সবার প্রথমে যে নামগুলো আসে আমেরিকা, রোম্যান্টিক ইউরোপ বা হালফিলের বাজেটসই দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড বা ভিয়েতনাম। অথচ ঘর থেকে দুই পা ফেললেই প্রথমেই রয়েছে বাংলাদেশ। প্রতীকী ছবি।
বেড়ানোর সব রকমের উপাদান এখানেও মজুত আছে। আপনি সমুদ্র চান, পাবেন। পাহাড় চান পাবেন। নদী চান, সেটাও পাবেন। আর তার সঙ্গে উপরি পাওনা হিসেবে পাবেন আন্তরিক আতিথেয়তা আর দুর্দান্ত খাবার। আর কি না বলতে পারবেন, এগুলো শোনার পর? তা হলে দেরি কেন? চলুন বেড়িয়ে আসি বাংলাদেশ। প্রতীকী ছবি।
শালবন বিহার: সপ্তম থেকে বারো শতকে এই অঞ্চলে রাজত্ব করত দেব রাজবংশ। বংশের চতুর্থ শাসক ভব দেব এই বৌদ্ধ বিহার নির্মাণ করেন। উৎখননের সময় একটি তাম্রপত্র পাওয়া যায়, যেখানে এই নামটি লেখা ছিল। প্রতীকী ছবি।
মহাস্থানগড় (বোগড়া): এই মহাস্থানগড় গ্রাম বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান। প্রাচীন কালে এর নাম ছিল পুণ্ড্রবর্ধনপুর। এটি বাংলাদেশের প্রাচীনতম শহর। প্রতীকী ছবি।
যদিপাই জলপ্রপাত: চিটাগং বা চাটগাঁয় রয়েছে এই অপূর্ব সুন্দর ঝর্না। বাংলাদেশের যে-কোনও বড় শহর থেকে এখানে যাওয়ার বাস ও গাড়ি পাওয়া যায়। প্রতীকী ছবি।
জাফলং: হানিমুনে যাওয়ার অফবিট জায়গা খুঁজলে জাফলং আসতে পারেন। যার অর্থ হল মায়াবী। আর চাঁদের আলোয় এই জায়গা সত্যিই মায়াবী হয়ে ওঠে! প্রতীকী ছবি।