মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

ট্যুরিজমের অনলাইন প্লাটফর্ম আমুাজামু.কম

  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

দীর্ঘ কাজের শেষে সবাই চায় অবসর। ছুটির দিনে এই অবসর কাটানোর জন্য একেকজন পছন্দ করে একেক রকমের পদ্ধতি। কেউ ঘরে বসে বই পড়ে, কেউ পরিবারকে সময় দেয়, আবার কেউ পছন্দ করে ঘুরতে যেতে। বিশেষ করে যারা ঘুরতে যায় দেশের বাইরে, তারা বেশ আগে থেকেই প্ল্যান করে রাখে তাদের ট্যুরের। সাধারণত আমাদের এশিয়া মহাদেশের লোকেরা দেশের বাইরে ছুটি কাটাতে যেসব স্থান পছন্দ করে, তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে থাইল্যান্ড।

থাইল্যান্ডের পর্যটকদের জন্য আন্তর্জাতিক মানের সব ব্যবস্থা সহজেই পর্যটককে মুগ্ধ করে। এ ছাড়া থাইল্যান্ডের শত শত সুন্দর স্থানও পযর্টকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকার অন্যতম কারণ।

বাংলাদেশ থেকে থাইল্যান্ডে ভ্রমণকারীর সংখ্য প্রচুর। প্রতি সপ্তাহ, মাসে এবং বড় বড় ছুটিতে থাইল্যান্ডে বাংলাদেশি পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। বাংলাদেশের অপার সৌন্দর্য উপভোগ করার পর দেশের বাইরে ছুটি কাটানোর জন্য যারা পরিকল্পনা করেন, তাদের অধিকাংশের প্রথম পছন্দের তালিকায় থাকে থাইল্যান্ড। আর সাদা হাতির দেশ থাইল্যান্ডের পর্যটন আকর্ষণের মধ্যে পাতায়, ক্রাবি, ফুকেট ও চিয়াং মাই, ফি-ফি দ্বীপপুঞ্জ, পটোং ক্সসকতসহ আরও অনেক কিছু রয়েছে।

অনেকেই ইন্টারনেটে এসব পযর্টন স্থান সম্পর্কে জেনে এসব স্থান ঘুরে দেখার ইচ্ছা করেন। কিন্তু সমস্যা বাধে বিদেশ হওয়ার কারণে। সব স্থানে সঠিক তথ্য না জানার কারণে অনেক সুন্দর স্থানও দেখা হয় না পযর্টকদের। অনেক ক্ষেত্রে পর্যটকেরা যেসব এজেন্সির সহযোগিতা নেন, তারা প্রায়ই কয়েকেটি স্থানই বারবার দেখায়। এ ছাড়া বুকিং দিতে কিংবা সেবা পেতে অনেক ঝামেলা। এদিক থেকে সম্পূর্ণ উল্টো আমুজামু ডট কম। কারণ আমুজামু ডট কম (ধসঁলধসঁ.পড়স) গেলেই সেখানে আপনি পাবেন পাঁচশো ওপরে দশর্নীয় স্থান। অন্য এজেন্সিগুলো যেভাবে শুধু কয়েকটি স্থানই দেখায় আমুজামু তেমন নয়। আপনি থাইল্যান্ডের যেখানে বেড়াতে যেতে ইচ্ছুক, সেখানেই যেতে পারবেন। এ ছাড়া টাকা পরিশোধ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। একেকটি ভ্রমণ যেন একটি সতেজ নিঃশা¦স! ট্যুরিজমের আন্তর্জাতিক মার্কেট প্লেস আমুাজামু.কম এই স্লোগানকে (টেক এ টিপ্র টেক এ ব্রেথ) সামনে রেখে শুরু করেছে তাদের কার্যক্রম। প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ (টিএটি) অনুমোদিত।

থাইল্যান্ড পর্যটনের জন্য খুবই বিখ্যাত। এ দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য দেখার মতো সুন্দর সুন্দর জায়গা। উপভোগ করার আছে অনেক কিছু। এই যেমন পূর্ব থাইল্যান্ডে পাতায়ায় অবস্থিত গ্রীষ্মমন্ডলীয় দ্বীপপুঞ্জ আপনার চোখ জুড়াবে। এদিকে উত্তর থাইল্যান্ডে চিয়াংমাই, রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য বিখ্যাত। আবার স্পা কিংবা এ জাতীয় কোর্স করতে চাইলে আপনাকে সেন্ট্রাল থাইল্যান্ড বা ব্যাংকক ভ্রমণ করতে হবে।

অনলাইনের দুনিয়া হওয়া সত্ত্বেও ক’দিন আগেও ট্যুরিজম বিষয়টি অতটা সহজ ছিল না। ক্লিকের দুনিয়ায় ভ্রমণ ছিল অ্যানালগ! আমুজামু ঠিক এই প্রক্রিয়াটিই সহজ করে তুলছে। ট্যুর এ এখন ৩০ টি প্রধান স্থান সাইটটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে কোথায় যেতে চান আর কী দেখতে চান, এটুকু নির্বাচন করে দিন। বাকিটা খুব সহজ। একে একে আপনি দেখতে পাবেন আপনার পছন্দের এলাকা কিংবা পছন্দের বিষয়ের ওপর নানা তথ্য। অনেক অনেক ট্যুর। এসব ট্যুরের উচ্চমানের ছবি এবং মাল্টি-ভাষা বর্ণনা আপনাকে বুকিং করার আগেই একটি টিপ্র সম্পর্কে একটি সুন্দর ধারণা দেবে। ভাবছেন কীভাবে বুক করবেন? কোথায় যেতে হবে? নাহ্, এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। দাম নিয়েও ভাবতে হবে না।

এমনকি আপনি থাইল্যান্ডে পেীঁছানোর আগেই আপনার পুরো সফর প্ল্যান এখান থেকে বুক করতে পারেন। এতে আপনি খুব সহজেই ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন। আমুজামু সাইটটি একাধিক ভাষা এবং মুদ্রা সমর্থন করে। এখানে আপনি গাইড নির্দেশিত ট্যুর কিংবা পছন্দসই গ্রুপ ট্যুর তো পাবেনই। এ ছাড়া বিশেষ রান্নার ক্লাস অথবা স্পার মতো জনপ্রিয় বিষয়গুলো খুঁজে পাবেন। জনপ্রিয় পযর্টন স্পটের ওপর ভিত্তি করে আমুজামু ট্যুরগুলো ৩০টির বেশি ভাগে তালিকাভুক্ত করা হয়েছে। যাতে খুব সহজেই মানুষ তার প্রয়োজনীয় ট্যুরগুলো খুঁজে পায়। একবার একটু ভাবুন তো ক’দিন আগের কথা! ট্যুর করতে কত ঝক্কি! জনপ্রিয় বিভিন্ন এলাকা কিংবা দর্শনীয় স্থানগুলো খুঁজে পেতে কত ঝামেলাই না পোহাতে হতো! তারপর তো ছিল বুকিং করার ঝামেলা। কিন্তু এখন আমাদের সঙ্গে মাত্র একটি লাইভ চ্যাটেই পেয়ে যেতে পারেন মুশকিল আসান! সমস্যা সমাধানে একেবারে বিশেষজ্ঞ টিপস!

ভাববেন না অন্য কোনো ঝামেলা আছে, আমাদের পেমেন্ট পদ্ধতিও খুব সহজ। যাকে বলে পানির মতো! আবার কোনো কারণে কোনো ট্যুর বাতিল করতে চান? জাস্ট একটা ফোন করুন আমাদের কলসেন্টারে। ব্যস, সমাধান হয়ে যাবে। আপনি চাইলে লাইভ চ্যাট কিংবা ই-মেইলের মাধ্যমেও আমাদের সেবাগুলো নিতে পারেন। সব অপশনই আমরা দিয়ে রেখেছি, বাকিটা আপনার ইচ্ছা। আমুজামু সেবাটি যেকোনো প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায়। মোবাইল নাকি পিসি ব্যবহার করছেন সেটি কোনোই ব্যাপার না। আবার পৃথিবীর এ-প্রান্ত সে-প্রান্ত যেখানেই থাকুন না কেন, সমস্যা নেই। ঘরে বসেই আপনি সবকিছু বুকিং করতে পারবেন। ঘরে বসেই আপনি সমগ্র প্ল্যানও ক্সতরি করতে পারবেন। এ ছাড়া আমুজামুর সবকিছু সহজ। এ ছাড়া প্রথমে বুকিং দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাতিল সুযোগও রয়েছে আমুজামুতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com