গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর ভিড় লেগেই থাকে। সমাধি ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে পর্যটকদের জন্য নেই তেমন কোন সুযোগ-সুবিধা। তবে শিগগিরই টুঙ্গিপাড়ায় আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়।
গোপালগঞ্জের মধুমতি নদীর তীরে টুঙ্গিপাড়ায় ঘুমিয়ে আছেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০০১ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে সমাধিসৌধ উদ্বোধন করেন। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী দর্শনার্থীরা এখানে এসে শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর, সংগ্রহশালা দেখে অনেক বিষয়ে জানতে পারছেন তারা। কমপ্লেক্সের পাশে আছে শেখ রাসেল শিশুপার্ক। শির্ক্ষাথী-দর্শনার্থীদের পদচারনায় মুখরিত থাকে পার্কটি।
শিক্ষা সফরে আসা শিক্ষার্থীরা, মহানায়কের সমাধি সৌধে এসে জানায় তাদের উচ্ছাসের কথা।
পর্যটক ও দর্শনার্থীরা দাবি জানিয়েছেন, এখানে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ অবকাঠামোগত উন্নয়নের।
জাতির পিতার সমাধি ঘিরে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন পর্যটন সচিব।
নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে পরিকল্পিত গড়ে তোলা দরকার বলে মনে করেন দর্শনার্থী ও স্থানীয়রা।
বিস্তারিত জানতে ভিডিও দেখুন :