1. [email protected] : চলো যাই : cholojaai.net
টিকটকে কত ফলোয়ারে কেমন আয়
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
Uncategorized

টিকটকে কত ফলোয়ারে কেমন আয়

  • আপডেট সময় বুধবার, ৭ জুলাই, ২০২১

টিকটকে আয়ের আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো ভিডিওতে গানের প্রচার করা। বিশেষ করে নতুন গান দ্রুত ভাইরাল করার জন্য সংগীত প্রযোজনা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো টিকটক তারকাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

নিকোল, নাটালি ও নিকা টেইলর নামের তিন সহোদরা টিকটকে একসঙ্গে ভিডিও বানান

নিকোল, নাটালি ও নিকা টেইলর নামের তিন সহোদরা টিকটকে একসঙ্গে ভিডিও বানান
নিকা টেইলার / টুইটার

নিকোল, নাটালি ও নিকা টেইলর নামের তিন সহোদরা টিকটকে একসঙ্গে ভিডিও বানান। তাঁদের অনুসারী ৮০ লাখের বেশি। বিজনেস ইনসাইডারকে তাঁরা বলেছেন, গানের প্রচারণার জন্য তাঁরা একটি ভিডিওতে ৭৫০ ডলার, দুটি ভিডিওতে ১ হাজার ৪০০ ডলার এবং তিনটি ভিডিওর জন্য ২ হাজার ডলার নেন।

আর যাঁদের ফলোয়ার কম, তাঁদের আয়ও কম। সংগীত বিপণনকারী প্রতিষ্ঠান ফ্লাইটহাউসের জ্যেষ্ঠ কর্মী অস্টিন জর্গাসের মতে সেটা ভিডিওপ্রতি ২০ থেকে ১৫০ ডলার পর্যন্ত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com