টার্কিশ এয়ারলাইন্স বর্তমানে পৃথিবীর সুপ্রতিষ্ঠিত একটি বিমান সংস্থা। ২০১১, ২০১২ এবং ২০১৩ টানা তিন বছর সালে স্কাইট্র্যাক্স এ্যাওয়ার্ড জিতে নেয় টার্কিশ এয়ারলাইন্স। ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালে তারা ইউরোপের সেরা এয়ারলাইন্সের খেতাব ধরে রাখতে সক্ষম হয়। এছাড়া এয়ার ট্রান্সপোর্ট নিউজ ২০১৩ সালে টার্কিশ এয়ারলাইন্স কে এয়ারলাইন্স অফ দ্য ইয়ার খেতাবে ভূষিত করে।
বর্তমানে টার্কিশ এয়ারলাইন্স অন্য সব এয়ারাইন্সকে পিছনে ফেলে সবচাইতে বেশী সংখ্যক দেশে (১২২ টি দেশে) যাত্রী পরিবহনে নিয়োজিত আছে। এ সবই সম্ভব হয়েছে সুদক্ষ ব্যাবস্থাপনা এবং কর্মকর্তা ও কর্মীদের আন্তরিকতার কারণে।
আজ আমাদের ব্লগের বিশেষ আয়োজনে থাকছে টার্কিশ এয়ারলাইন্স সম্পর্কে বিভিন্ন তথ্য। সংক্ষেপে জানাচ্ছি টার্কিশ এয়ারলাইন্সের বিভিন্নও গন্তব্য, আসন সুবিধা, বিমান বহর সহ আরও অনেক কিছু।
টার্কিশ এয়ারলাইন্স সহ যেকোন বিমানের টিকিট কিনতে অথবা যেকোন তথ্য ও সহযোগিতার জন্য আমাদের ফোন করুন +৮৮-০৯৬১৭-১১১-৮৮৮ অথবা ০১৮৪৭-২৯১-৩৮৮ অথবা ভিজিট করুনঃ
www.flightexpert.com
Like this:
Like Loading...