বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

টার্কিশ এয়ারলাইন্সের আয় বেড়েছে ৪৩%

  • আপডেট সময় শনিবার, ৬ মে, ২০২৩

চলতি বছরের প্রথম প্রান্তিকে টার্কিশ এয়ারলাইনসের আয় হয়েছে ৮ হাজার ২১০ কোটি লিরা বা ৪৪০ কোটি ডলার, যা ২০২২ সালের একই প্রান্তিকের চেয়ে ৪৩ শতাংশ বেশি। খবর আনাদোলু এজেন্সির। বুধবার প্রকাশিত আয়- ব্যয়ের উপাত্তে ইস্তানবুলভিত্তিক এয়ারলাইন সংস্থাটি জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ৪৪০ কোটি লিরা বা ২৩ কোটি ৩০ লাখ ডলার। গত ফেব্রæয়ারিতে দুটি ভয়াবহ ভূমিকম্প সত্তে¡ও যে তুরস্কের পর্যটন খাত ঘুরে দাঁড়িয়েছে টার্কিশ এয়ারলাইনসের আয়ে তা স্পষ্ট হয়ে উঠেছে।

আন্তর্জাতিক যাত্রী চাহিদা বৃদ্ধিতে গত বছরের তুলনায় উড়োজাহাজের বহর ও কর্মিবাহিনী ১০ শতাংশ সম্প্রসারণ করেছে উড়োজাহাজ সংস্থাটি।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে ১ কোটি ৭০ লাখ যাত্রী পরিবহন করেছে টার্কিশ এয়ারলাইনস।  অভ্যন্তরীণ রুটে ফ্লাইটপ্রতি যাত্রী পরিবহন হার ছিল ৮০ দশমিক ১ শতাংশ। এছাড়া আন্তর্জাতিক রুটে এ হার ছিল ৮১ দশমিক ৪ শতাংশ।

টার্কিশ এয়ারলাইনসের আওতায় রয়েছে ৪১৪টি উড়োজাহাজ। উড়োজাহাজ সংস্থাটি ৩৪৩টি গন্তব্যে ২৯০টি আন্তর্জাতিক ও ৫৩টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com