1. [email protected] : চলো যাই : cholojaai.net
টার্কিশের ফ্লাইটে ইস্তাম্বুল ঘোরার সুযোগ
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

টার্কিশের ফ্লাইটে ইস্তাম্বুল ঘোরার সুযোগ

  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা থেকে যাচ্ছেন ইউরোপ, যুক্তরাজ্য কিংবা কানাডা। মাঝপথে যদি ইস্তাম্বুল শহর ঘুরে দেখা যায় তাহলে কেমন হবে? ভ্রমণ পিপাসুদের জন্য তুরস্কের ইস্তাম্বুল ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে টার্কিশ এয়ারলাইনস। যেকোনও গন্তব্যে যাওয়ার পথে ইস্তাম্বুলে স্টপওভার প্রোগ্রামের আওতায় ইস্তাম্বুল ঘোরার সুযোগ পাবেন যাত্রীরা। বাংলাদেশি যাত্রীরা ৫২টি দেশে যাওয়ার সময় ইস্তাম্বুলে এই স্টপওভার সুবিধা পাবেন।

বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন ১টি ফ্লাইট পরিচালনা করছে টার্কিশ এয়ারলাইনস। এয়ারলাইনসটির বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইস্তাম্বুলের ইতিহাস অনন্য। ইস্তাম্বুলে ভ্রমণ হবে অবিস্মরণীয় স্মৃতিময়। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ভিন্ন রকম মেলবন্ধন রয়েছে তুরস্কে। যাত্রীরা ইস্তাম্বুলে স্টপওভারের সময় সেই শহরের ইতিহাস এবং সাংস্কৃতিক জীবন উপভোগ করতে পারবেন। যাত্রীদের জন্য হোটেল সুবিধাও দেবে টার্কিশ এয়ারলাইনস।’

এয়ারলাইনসটি জানিয়েছে, টার্কিশ এয়ারলাইনসের সঙ্গে চুক্তিবদ্ধ হোটেলগুলোতে যাত্রীরা থাকতে পারবেন। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্য ঘুরে দেখতে পারবেন ইস্তাম্বুল শহরে। ইকোনমি ক্লাসের যাত্রীরা ৪ তারকা মানের হোটেলে এক রাত থাকতে পারবেন বিনা খরচে। অন্যদিকে বিজনেস ক্লাসের যাত্রীরা ৫ তারকা মানের হোটেলে দুই রাত বিনা খরচে থাকতে পারবেন।

টার্কিশ এয়ারলাইনসের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি বলেন, ‘এই সুবিধা পেতে হলে যাত্রীকে কমপক্ষে ২০ ঘণ্টা ইস্তাম্বুলে স্টপওভার করতে হবে। ফ্লাইটের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে যাত্রীর তথ্য, রিজার্ভেশন কোড এবং টিকিট নম্বর জানাতে হবে।’

বাংলাদেশি যাত্রীরা যে ৫২টি দেশে যাওয়ার সময়  ইস্তাম্বুলে স্টপওভার সুবিধা পাবেন সেগুলো হচ্ছে– যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, কাতার, রোমানিয়া, রাশিয়া, আলবেনিয়া, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আজারবাইজান, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বুলগেরিয়া, কলম্বিয়া, ক্রোয়েশিয়া, কিউবা, চেকিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া। অন্যান্য দেশের মধ্যে রয়েছে কসোভো, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, মাল্টা, মেক্সিকো, মলদোভা, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস, নরওয়ে, পানামা, পোল্যান্ড, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন ও ভেনিজুয়েলা।

কী দেখবেন ইস্তাম্বুলে?

তুরস্ক হচ্ছে এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী একটি দেশ। ইস্তাম্বুল দুই মহাদেশকে সংযোগকারী শহর। আর এই শহরের প্রতিটি স্থাপত্যের আড়ালে আছে ইতিহাস ও সংস্কৃতি। ‘সুলতান সুলেমান’ খ্যাত  শহর  ইস্তাম্বুলে অটোম্যান ও রোমানদের নির্মিত স্থাপনা পর্যটকদের মুগ্ধ করে। ভোজনরসিক হলে আপনার জন্য খাদ্যের রাজ্য এই শহর। বিশেষ করে মুসলিম দেশ হওয়ায় হালাল খাবার নিয়ে কোনও চিন্তা নেই। তাক্সিম স্কয়ার ও ইস্তিকাল স্ট্রিটসহ বিভিন্ন স্থানে অসংখ্য ভালো মানের রেস্তোরাঁ আছে। ইস্তাম্বুল ভ্রমণ করলে কাবাব, বাকালাভা ও টার্কিশ বিভিন্ন ডিলাইট খেয়ে পাবেন ভিন্ন স্বাদ।

খুব কাছাকাছি জায়গার মধ্যেই আয়া সুফিয়া, সুলেমানিয়া মসজিদ, টপকাপি প্যালেস, বেসিলিকা সিস্টার্ন, পেরা মিউজিয়াম, গ্র্যান্ড বাজার, বসফরাস স্ট্রেইট, ডোলমাবাহসে প্যালেস, ইস্তাম্বুলের তাক্সিম স্কয়ার ইত্যাদি ঘুরে দেখা যাবে। তুরস্কে আপনি হেঁটে হেঁটে শহর ঘুরে দেখতে পারবেন অনায়াসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Developed By ThemesBazar.Com