মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

টানা ৯ বছর ১ নম্বর স্থানে এই শহর, আর প্রথম হতে চাইছেন না শহরবাসী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

শহরের নাম শুনলে একডাকে গোটা বিশ্ব চিনতে পারে। অন্যতম বিখ্যাত সব শহর। সেই শহরের শহরবাসী কিন্তু এমন প্রথম হওয়া একেবারেই চাইছেন না। শহরে বা গ্রামে ইঁদুর তো দেখাই যায়। তা বলে তার সংখ্যা এতটাও হয়না যে তা প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে ওঠে।

ইঁদুরদের সংখ্যা ও বংশবৃদ্ধিতে হিমসিম খান শহরবাসী। কিন্তু ইঁদুরই রাতের ঘুম কেড়ে নিয়েছে বিশ্বের তাবড় কয়েকটি শহর প্রশাসনের। ইঁদুর তাড়াতে সারাবছর আলাদা দল তৈরি করে কাজ চলে। তাতেও ইঁদুর থেকে রেহাই মেলেনা।

আমেরিকা জুড়ে ইঁদুরের তাণ্ডবের কথা সকলের জানা। কিন্তু সেই আমেরিকায় ইঁদুর যে তাবড় শহরে এভাবে ছড়িয়ে পড়েছে তা একটি রিপোর্ট পরিস্কার করে দিল। আর সেই রিপোর্টে টানা ৯ বছর প্রথম স্থান অধিকার করল শিকাগো শহর।

সে দেশের সবচেয়ে ইঁদুরবহুল শহর হিসাবে টানা ৯ বছর ধরেই নিজেদের এক নম্বর আসন ধরে রেখেছে আমেরিকার এই বিখ্যাত শহরটি। দেশের সবচেয়ে ইঁদুরবহুল শহর শিকাগো।

তবে দ্বিতীয় স্থানে থাকা নামটাও কম যায়না। কারণ দ্বিতীয় স্থানে রয়েছে লস অ্যাঞ্জেলস। এমন এক শহর যেখানে একবার যাওয়ার ইচ্ছা অনেক মানুষের মনেই থাকে। এ শহরের নাম একডাকে চেনেন সকলে। কিন্তু সে শহর নাকি ইঁদুরে ভরা।

তৃতীয় স্থানে রয়েছে নিউ ইয়র্ক। এ শহরকেও নতুন করে পরিচয় করানোর দরকার পড়েনা। বিশ্বের সকলেই এ শহরের নাম জানেন। স্বপ্ন দেখেন এ শহরে একবার যাওয়ার। এ শহরকে একবার চোখের দেখা দেখবার। সেখানেই কিনা এমন ইঁদুরের ঘনঘটা!

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, আমেরিকায় অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভাল ঠান্ডা থাকে। এই সময় খাবার ও পানীয় জলের খোঁজে ইঁদুররা তাদের আশ্রয় থেকে বেরিয়ে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে। যা সাধারণ মানুষের জন্য রীতিমত চিন্তা ও আতঙ্কের কারণ হয়। এই ইঁদুর নিধনে শহর প্রশাসন তৎপর হলেও ইঁদুরে রাশ টানা এখনও সম্ভব হচ্ছেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

ভ্রমন সম্পর্কিত সকল নিউজ এবং সব ধরনের তথ্য সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে ফলো করে রাখুন।

© All rights reserved © 2020 cholojaai.net
Theme Customized By ThemesBazar.Com