ভ্রমণের কথা মাথায় আসলেই আপনা-আপনি টাকার কথাও মাথায় চলে আসে। আমাদের মনে হয় ভ্রমণ মানেই অনেক টাকা খরচের ব্যাপার।
কিন্তু এক দম্পতির কাছে বিশ্ব ভ্রমণ মোটেও খরচের বিষয় নয়। তারা প্রমাণ করলেন মনের ইচ্ছাই বড়। তাদের মতে বিশ্ব ভ্রমণে অনেক টাকা থাকতে হবে এটা সত্য নয়।
বলছি ইংল্যান্ডের বাসিন্দা জনাথন এবং জুলি অ্যাসওর্থ দম্পতির কথা। চাকরি থেকে অবসর নিয়ে তারা বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন।
জনাথন এবং জুলি অ্যাসওর্থ দুজনের বয়সই ৫০ বছর। এই দম্পত্তি ইতোমধ্যে ফ্রান্স, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন এবং ক্যালিফোর্নিয়া ঘুরেছেন। কোনো হোটেল ভাড়া করে নয় বরং অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে তারা ভ্রমণ করেছেন।
কিন্তু আশ্রয় তারা বিনা শর্তে পায়নি। এ জন্য করতে হয়েছে পরিশ্রম। অথ্যাৎ কাজের বিনিময়ে আশ্রয়। যেসব বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন, সেসব বাড়িতে কুকুর, বিড়াল, ঘোড়া, মুরগি, খরগোশ, হ্যামস্টার, শুকর এবং কচ্ছপও পালন করতে হয়েছে তাদের।
গৃহপালিত পশু এবং বাড়ি দেখাভাল করার বিনিময়ে তারা বিনামূল্যে কোথাও থাকার সুযোগ পাবে, এটা তাদের জন্য খুবই চিন্তার বিষয় ছিল। এমন ঝুঁকি নিয়েও তারা বেরিয়ে পড়েছিলেন।
সূত্র: সিএনএন